2017-জুলাই-সেপ্টেম্বর-76-কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বোর্ড প্রশ্ন সমাধান ও অনলাইন পরীক্ষা

কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে উইন্ডোজ সফটওয়্যার এর প্রয়োজনীয়তা কী?
MS-Word এ মেইল মার্জ বলতে কী বুঝায় ।
কম্পিউটারের দুটি I/O ডিভাইসের নাম লেখ ।
Anti virus প্রোগ্রামের কাজ কী ?
ডকুমেন্টে Footnote ব্যাবহার করা হয় কেন ?
Recycle Bin কী ?
একটি ইমেইল অ্যাড্রেসের প্রধান দুটি অংশের নাম লেখ।
B2 হতে D8 পর্যন্ত সেলগুলোর ডাটা যোগ করার MS-Excel এর Sum ফাংশনটি লেখ।
C5 সেলের ডাটা 33 বা তার বেশি হলে”Pass"এবং কম হলে ”Fail" ছাপানোর একটি IF ফাংশন লেখ ।
MS Excel তৈরী করা যায় এমন কয়েকটি Chart/graph হলো-
একটি Excel ডকুমেন্ট প্রিন্ট করার ধাপগুলো লেখ ।
ডাটাবেস প্রোগ্রামে কুয়েরি বলতে কী বোঝায় ?
MS Access প্রোগ্রামে যে কোন চার প্রকারের ডাটা টাইপের নাম লেখ ।
চার গিগাবাইট সমান...........কিলোবাইট।
A4 সাইজের একটি কাগজের পরিমাপ হচ্ছে.............।
কতগুলো সংখ্যা হতে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য MS-Excel এ ............ফাংশন ব্যাবহার করা হয় ।
মাল্টিমিডিয়া প্রজেক্টর একটি ..............ডিভাইস।
OMR-এর পূর্ণরূপ হচ্ছে.................।
LAN এর পূর্ণরূপ হচ্ছে ............।
Google হচ্ছে একটি......................সফটওয়্যার
ডকুমেন্ট প্রিন্ট করার শর্টকার্ট ’কী’ হচ্ছে..............।
১০১১১ বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা হচ্ছে............।
RAM এর পূর্ণরূপ হচ্ছে...................।
...............Key দিয়ে ডাটাবেস এর সকল রেকর্ডকে আলাদা করা যায় ।
BIOS এর পূর্ণরূপ হচ্ছে...............।
স্লাইড শো ............সফটওয়্যারের একটি কমান্ড ।
Save ও Save as এর মধ্যে কোন পার্থক্য নেই ।
ডাটাবেসের ক্ষেত্রে কতগুলো রেকর্ডকে একটি ফাইল বলা হয় ।
Powerpoint সফটওয়্যারে Custom Animation সেট করা যায় না ।
কম্পিউটারে ডাটা মাইক্রোপ্রসেসর এর ভিতর জমা হয় ।
ডকুমেন্টের লাইন স্পেসিং এর সেট আপ Paragraph অপশনের মাঝে থাকে ?
ওয়ান টু মেনি একটি ডাটাবেস রিলেশনের নাম ।
একটি ভবনের সকল তলায় কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের জন্য WAN নেটওয়ার্ক ব্যাবহার করা হয় ।
Scanner একটি আউটপুট ডিভাইস।
Kaspersky একটি ভাইরাস প্রোগ্রাম।
Linux একটি অপারেটিং সিস্টেম।
কোনো একটি ওয়েব সাইটের প্রথম পেইজকে Home page বলে।
বাংরাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েব সাইটের অ্যাড্রেস হচ্ছে www.bteb.gov.com
কোনটি স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার?
কোনটি প্রাইমারী মেমোরি ?
পেনড্রাইভ কোন ধরনের ডিভাইস ?
www এর পূর্ণরূপ হচ্ছে-
কোনটি ডাটাবেস সফটওয়্যার নয় ?
কোনটি প্রেজেনটেশন সফটওয়্যার ?
Paste এর শর্টকার্ট কমান্ড হচ্ছে-
কোনটি ব্রাউজার সফটওয়্যার নয় ?
কোনটি ইনপুট ডিভাইস ?
৩৫ দশমিক সংখ্যার বাইনারি কোনটি ?
কোনটি ডাটাবেসের Key হিসেবে ব্যাবহৃত হয় না ?
Min( ) ফাংশন কোন কাজে ব্যাবহার করা হয় ?
How old Are you ?
Do you know how to swim ?
Who is your best frienf ?
Where do you live ?
Which trade do you read in ?
What..........you like to drink ?
I gave.........a book on his birthday.
How.............have you lived there?
রহিমের বাবা একজন দক্ষ কারিগর।
এক ঘন্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে।
2017-জুলাই-সেপ্টেম্বর-76-কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}