2011- (জুলাই সেপ্টেম্বর)- 49- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া

১।নিচের কোনটি Graphics Software?

(ক)Adobe Photoshop

(খ)Adobe Illustrator

(গ)Quark Xpress

(ঘ)সব কয়টি

উত্তরঃ(ঘ)সব কয়টি

২।নিচের কোনটি Revert এর ‍Shortcut?

(ক)F9

(খ)F10

(গ)F11

(ঘ)F12

উত্তরঃ(ক)F9

৩।আলাদা Scanning করা Picture একটি Image এ Fit করতে কোন অপশন টি লাগবে?

(ক)Free Transform

(খ)Photomerge

(গ)Fill

(ঘ)Color

উত্তরঃ(ক)Free Transform

৪।Free Transform এর Shortcut কোনটি?

(ক)Ctrl+T

(খ)Ctrl+S

(গ)Alt+T

(ঘ)Ctrl+F

উত্তরঃ(ক)Ctrl+T

৫।সাদা কালো ছবি Color করতে কোন Option কাজ করতে হয়?

(ক)Brightness

(খ)Hue/Saturation

(গ)Auto Color

(ঘ)Color

উত্তরঃ(গ)Auto Color

৬।অনেকগুলো Layer একই Image এ আনার Command-

(ক)Flatten Image

(খ)Merge Layer

(গ)New Layer

(ঘ)Layer Style

উত্তরঃ(খ)Merge Layer

৭।Group এর Shortcut Command কোনটি?

(ক)Alt+G

(খ)Alt+L

(গ)Ctrl+2

(ঘ)Alt+Ctrl+G

উত্তরঃ(ক)Alt+G

৮।Unlock All এর ‍Shortcut Command কোনটি?

(ক)Alt+Ctrl+2

(খ)Alt+Ctrl+L

(গ)Ctrl+2

(ঘ)Alt+L

উত্তরঃ(খ)Alt+Ctrl+L

৯।Macromedia Flash কোন ধরনের Program?

(ক)Animation

(খ)Video

(গ)Interactivity

(ঘ)সবগুলো

উত্তরঃ(ঘ)সবগুলো

১০।Quark Xpress এর File Extension কী?

(ক).Qai

(খ).Qxpel

(গ).Qxd

(ঘ).QPSD

উত্তরঃ(গ).Qxd

১১।HTTP এর পূ্র্ণরূপ Hyper Text Transfer Protocol.

উত্তরঃ”স”

১২।Text বা Image কে প্রাণ সঞ্চালন করার জন্য Animation দেয়া হয়।

উত্তর “স”

১৩।Shift + F5 হলো Inverse এর Shortcut.

উত্তরঃ”,মি”

১৪। Illustrator এর ডিফল্ট Artboard হল 8.5” X 10”।

উত্তরঃ”মি”

১৫।Brush Size বড় করা হয় Ctrl++ এর সাহায্যে।

উত্তরঃ”স”

১৬।Crop tools use করি Image size করে কাটার জন্য।

উত্তরঃ”স”

১৭।Photoshop এ New File এর Shortcut  হয় Ctrl+N.

উত্তরঃ”স”

১৮।Step Backward এর Shortcut হল Shift+Ctrl+Z.

উত্তরঃ”মি”

১৯।Ctrl কী করে Image কে ড্রাগ করলে Copy হবে।

উত্তরঃ”স”

২০।Zoom tools এর সাহায্যে Image বড় হয়।

উত্তরঃ”স”

২১।File এর Resoulation নিয়ন্ত্রণকারী মুড কী?

উত্তরঃRGB

২২।Mask বলতে কী বোঝায়?

উত্তরঃছবির মুখোশ

২৩।Brightness কী?

উত্তরঃছবির উজ্জলতাকে Brightness বলা হয়।

২৪।পিক্সেল কী?

উত্তরঃDOT Per Inch কে Pixel বলে। কোন গ্রাফিক্সে পিক্সেল যত বেশি হবে ছবি তত সুন্দর হবে।

২৫।একটি Animated Program এর নাম লেখ।

উত্তরঃAdobe Flash.

২৬।Burn tools কেন ব্যাবহার কার হয়?

উত্তরঃএকটি ইমেজের নির্দিষ্ট অংশকে dark করেতে Burn tools ব্যবহৃত হয়।

২৭।Eye-Dropper-tools এর কাজ কী?

উত্তরঃইমেজের নমুনা কালার প্রদর্শন করা যায়।

২৮।Warp tools কী?

উত্তরঃছবির অংশ কাটার জন্য ব্যবহার করা হয়।

২৯।Adobe Photoshop কী?

উত্তরঃফটো এডিটিং সফটওয়্যার

৩০।Adobe Illustrator কী?

উত্তরঃগ্রাফিক্স  সফটওয়্যার

৩১।Resoulation এর একক…………..।

উত্তরঃপিক্সেল

৩২।New Layer এর Shortcut………….।

উত্তরঃCtrl+N

৩৩।………………..Tools এর সাহায্যে লেখা যায়।

উত্তরঃPen

৩৪।Quark Xpress Formatting Palette…………ধরনের Alingment Box আছে।

উত্তরঃ৬টি

৩৫।WWW এর পূর্ণরূপ…………..।

উত্তরঃWorld Wide Web.

৩৬।Quark Xpress এ Kearing and Tracking optin আছে………………..টি।

উত্তরঃ৪টি

৩৭।Flash এর মুভিতে ……….ধরনের Symbol ব্যবহার করা হয়।

উত্তরঃ৩

৩৮।<Address……….<Address>Function টি ব্যবহার করা হয়……..কাজে।

উত্তরঃপেজের উপরে ঠিকানা লেখার জন্য

৩৯।Mesh Tools এর Shortcut…………।

উত্তরঃAlt+M

৪০।Deselect এর Shortcut…………….।

উত্তরঃAlt+D

৪১।My Name ……………….Martin and…………….a doctor.My ……….is York Avenue,23 and my……….+4423517534,……………40 years,and iam married.My son.Peter,………….ten…………….My wife,Linda,is merican.She……….a lawyer.

Ans.is,I’m,address, old telephone number is, I’m, old, is, years, is.

৪২।

(i).How ………money do you have in your pocket?

a.Many

b.few

c.much

d.some

ans.Much

(ii).Did you go…………mosque last Friday?

a.at

  1. in

c.to

d.on

ans. to

(iii).What……………in your free time?

a.you do

b.do you do

c.are you doing

ans.do you do

(iv).Where…………you born?

a.are

b.were

c.was

ans.were

(v)…………..do you do?

a.Who

b.What

c.How

ans.How