2016-এপ্রিল-জুন-জানুয়ারি-জুন-79-ডাটাবেস প্রোগ্রামিং বোর্ড প্রশ্ন সমাধান ও অনলাইন পরীক্ষা

রেকর্ড কাকে বলে?
ডাটাবেসে -এ Key গুরো কেন ব্যাবহার করা হয়,তা লেখ।
MS Access-এ Employee টেবিল হতে যাদের বেতন ২৫০০০ এর সমান অথবা বেশি তাদের Emp-name, City, Address, Salary দেখার জন্য SQL কমান্ড লেখ।
Ms Access Joining data field এ তারিখ লেখার জন্য প্রোপার্টি তে প্রয়োজনীয় Input Musk কী হবে?
IDE- এর পূর্ননাম লেখ।
Do while.........Loop ব্যাবহার করে ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগপল বের করার জন্য VB প্রোগ্রাম লেখ।
Dim x,y as Integer এক্ষেত্রে x ও y কী হবে, তা লেখ।
Visual Basic এ Message box function - এর কাজ কী?
Visual Basic এ Method কী?
Nested IF বলতে কী বুঝায়?
Visual Basic এ ব্যাবহৃত option button এর Prefix হলো---------।
Key press হলো একটি--------।
VB- এ ফিল্ডের ডাটার মান পরিবর্তনের জন্য প্রয়োজনীয় Method হলো------।
Date field এ প্রায় সব রেকর্ডে Current date লিখতে ফিল্ড প্রপার্টিজ এর default value অংশে ------------ লিখতে হবে।
ডাটার পুনরাবৃত্তি রোধ করার জন্য --------কী ব্যাবহার করা হয়।
MS Access -এর সাথে --------------প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বাটন থাকে।
VB- এ ব্যাবহৃত BOF বলতে বুঝায়------।
Access এর Fundamental অবজেক্ট হচ্ছে------।
Array সাধারণত------প্রকার।
VB-এ বৃত্তের মাঝে কালো বিন্দুতে Control কে বলা হয়-------।
দু’ টি টেবিল হতে ডাটা কুয়েরির ক্ষেত্রে রিলেশনশিপ প্রয়োজন হয় না।
Visual Basic একটি হাই-লেভেল প্রোগ্রামিং ভাষা।
দু’টি Field এর নাম ভিন্ন হলেও তাদের মধ্যে রিলেশনশিপ করা যাবে।
নতুন টুল সংযোজন করার জন্য Component ব্যাবহার করা হয়।
কয়বার লুপটি আবর্তিত হবে তা জানা থাকলে Do While........Loop ব্যাবহার করা হয়।
একাধিক Field মিলে একটি হলে তাকে Composite key বলে।
Text box এর Caption প্রপার্টিজ নেই।
Private Sub ও Public Sub এর মধ্যে কোনো পার্থক্য নেই।
ate কুয়েরির সাহায্যে ডাটার কেনো পরিবর্তন করা যায় না।
Tuple বলতে টেবিলকে বোঝায় না।
মাইক্রোসফট অ্যাক্রেস একটি ---------ডাটাবেস সফটওয়্যার।
১ টি Field এর নামের দৈর্ঘ্য হলো সর্বোচ্চ------।
কুয়েরি অবজেক্ট তৈরী করার জন্য কোন টুল ব্যাবহার করা হয়?
নিচের কোনটির মাধ্যমে ড্রপ ডাউন লিস্ট অব ভ্যালু তৈরী করা যায়?
কোনো ফিল্ডের Width ৮ বাইট?
VB এর Syntaxex হচ্ছে-
নিচের কোনটি Visual Basic এর Method?
Text 1 হতে Text 2 -এ ফোকাস লেট করার VB কমান্ড -
VB yes- এর মান কত?
নিচের কোনটি Event?
বাংলাদেশ আমার জন্মভূমি।
তোমরা সুখী হও।
তুমি কাকে চাও?
আমি কারিগরি বিষয়ে পড়বো।
I am too...........to walk.
I will be ...................technician.
Teaching is......................profession.
Write down the name of your institute in English.
What is your favourite hobby?
How old are you?
2016-এপ্রিল-জুন-জানুয়ারি-জুন-79-ডাটাবেস প্রোগ্রামিং
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}