2017-জানুয়ারি-জুন-এপ্রিল-জুন-79-ডাটাবেস প্রোগ্রামিং বোর্ড প্রশ্ন সমাধান ও অনলাইন পরীক্ষা

ডাটাবেস রিপোর্ট কেন তৈরী করা হয়?
DDL- এর পূর্নরুপ লেখ।
ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়?
ম্যাক্রো কী?
ফিল্ড কিভাবে গঠিত হয়?
Optical stroagre- এ বহুল ব্যাবহৃত রূপ কোনটি?
মেক টেবিল কুয়েরি কী?
Report- এ যে সব Band থাকে, ঐ গুলোর নাম লেখ।
>= অপারেটর দিয়ে কী বুঝায়?
SQL কী কাজে ব্যাবহৃত হয়?
Ctrl- এর কাজ কী?
Employee টেবিলে যাদের Salary ৫০,০০০ টাকার ওপরে, তাদেরকে আলাদা করার জন্য একটি কুয়েরি লেখ।
ডাটবেসের রেকর্ড বলতে কী বুঝায়?
ডাটাবেস হলো --------লজিক্যার সমাবেশ।
নরমালাইজেশন প্রক্রিয়ার ধাপ--------টি।
ফর্মে ডাটা------করা যায় না।
পরস্পর সম্পর্কযুক্ত তথ্যকে --------বলা হয়।
টেবিল হচ্ছে কতগুলো-----এর সমষ্টি।
ডাটাবেস ফাইলের মূলভিত্তি হলো-----------।
ডাটা তল্লামি করার জন্য-------ব্যাবহৃত হয়।
রিপোর্ট হলো ফর্মের------।
কুয়েরির ফলাফলকে সামারি রিপোর্ট আকারে---------এর জন্য ক্রস ট্যাব কুয়েরি ব্যাবহৃত হয়।
MS Access-এ Report তৈরী করা হয়----থেকে।
ডাটাবেস-এ কুয়েরি-----প্রকার।
ডিজাইন ভিউ ব্যাবহার করে-----তৈরী করা হয়।
ডাটাপ টেবিলে ডাটা বিভিন্নভাবে ------থাকে।
ডাটা টেবিলে রো,কলাম,ফির্ড,রেকর্ড ও উপাত্ত থাকে।
নরমালাইজেশনের ধাপ ৫টি।
ডাটাবেসে ডাটা এন্ট্রি করার জন্য সাধারণত ফরম তৈরী করা হয়।
রিলেশনাল ডাটাবেসে SQL তৈরী করা হয়।
রিপোর্ট তৈরী করতে Design view ব্যাবহৃত হয়।
Dhaka 1208 সংরক্ষনের জন্য Yes/No নির্বাচন করতে হয়।
প্রোত্যেক টেবিলের একটি ইউনিক নাম থাকে।
ডাটাবেসের ইউনিক ডাটাকে প্রাইমারী ‘কী’ বলে।
Memo ফিল্ডের ধারনক্ষমতা সবচেয়ে কম।
DBMS হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য।
যে সব রেকর্ড শর্ত পূরন করে, ঐ রেকর্ডগুলোই কুয়েরির ফলাফল হিসেবে ব্যাবহৃত হয়।
ট্যাবুলার ফর্মে AutoCAD তৈরী করে।
Flow Chart এর উদ্দেশ্য কী?
DDl-এর সাহায্যে কী করা যায়?
MS Access এর ক্ষেত্রে কুয়েরি কয় প্রকার?
টেবিলের সাহায্যে প্রকাশিত ডাটাবেসের এক একটি সারিকে বলা হয়-
নিচের কোনটি Database component নয়?
MS Access-এ 123.5 কে 123.50 হিসেবে প্রদর্শন করার জন্য Field Properties হবে-
একটি নতুন রেকর্ড যুক্ত করার ‘কী’বোর্ড কমান্ড কোনটি?
কম্পোজিট ’কী’ এর একটি প্রাইমারী ‘কী’ হিসেবে ব্যাবহৃত হলে অপরটিকে বলা হয়-
নিচের কোনটিকে Attributes বলা হয়?
Page setup কমান্ড কোন মেনুর অধীনে?
ডাটাবেসের প্রতিটি রেকর্ড আলাদাভাবে শনাক্ত করার জন্য একাধিক ফিল্ড একত্রিত হলে তাকে বলা হয়-
একটি রেকর্ড মুছে ফেলার কমান্ড কোনটি।
What is your grandfather,s name?
Where were you born?
সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়।
আমরা দেশকে ভালোবাসি।
আমার বাবা একজন গরিব কৃষক।
রহিম রোজ স্কুলে যায় এবং করিম ঘুমায়।
মুষলধারে বৃষ্টি পড়ছে।
They ..............playing football.
My mother is.............honest woman.
Put............the lamp.
2017-জানুয়ারি-জুন-এপ্রিল-জুন-79-ডাটাবেস প্রোগ্রামিং
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}