অতি সংক্ষেপে উত্তর দাও :
১. প্রথম ইলেকট্রনিক কম্পিউটােরের নাম কী ?
উত্তর : ENIAC / Mark-1 Computer .
২. ফার্মওয়্যার কী ?
উত্তর : Ram -এ সংরক্ষিত ডেটা ।
৩. ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি কী ?
উত্তর : ডিজিটাল কম্পিউটার ০ এবং ১ এই দুটি বাইনারি ডিজিট দিয়ে সব ধরনের কাজের প্রক্রিয়াকরণ সম্পাদন করে ।
৪. আই.পি.এস (IPS) কি ?
উত্তর : বিদ্যুৎ সঞ্চয়কারী যন্ত্র । Instant Power Supply .
৫. ফর্মুলা কী ?
উত্তর : ফর্মুলা বলতে বোঝানো হয় গাণিতিক প্রক্রিয়া ।
৬. ডাটাবেসের বিভিন্ন উপাদানগুলোর কী কী ?
উত্তর : (ক) ডাটা (খ) রেকর্ড (গ) ফিল্ড (ঘ) কুয়েরি ।
৭. রিসাইকেল বিন (Recycle Bin) কি ?
উত্তর : রিসাইকেল বিন হলো অপ্রয়োজনীয় ডিলেটকৃত ডাটা সংরক্ষিত রাখার একটি ফোল্ডার ।
৮. ফোল্ডার তৈরি করা হয় কিভাবে ?
উত্তর : Mouse এ Right বাটনে ক্লিক করে, new ক্লিক তারপর folder ক্লিক । folder তৈরি হয়ে যাবে ।
৯. Slide design কী ?
উত্তর : MS powerpoint এক ধরনের স্লাইড নকশা ।
১০. অনলাইন সংযোগ বলতে কি বুঝায় ?
উত্তর : ইন্টারনেটের সাথে সার্বক্ষনিক সংযুক্ত থাকার বিষয়কে বুঝায় ।
১১. MS- Access – এ কুয়েরি (Query) কেন ব্যবহৃত হয় ?
উত্তর : Query শব্দের আভিধানিক অর্থ ‘খুঁজা’ ডেটাবেজের এক বা একাধিক টেবিলে সংরক্ষিত ব্যাপক তথ্য ভাণ্ডার থেকে কোন বিশেষ ধরণের তথ্য/রেকর্ড/ রেকর্ডসমূহ দ্রুত ও সহজে খুঁজে বের করার জন্য কুয়েরি ব্যবহৃত হয়।
১২. দুটি Spreadsheet Software – এর নাম লেখ ?
উত্তর : (ক) MS. Excel (খ) Qua.
১৩. Marge Cell – এর কাজ কি ?
উত্তর : একাধিক Cell কে একত্রিত করা ।
সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ
১৪. কম্পিউটার সংগঠনের প্রধান অংশ ……… টি ? উত্তর : ৩ টি ।
১৫. মাল্টিমিডিয়া শব্দের অর্থ ………. ? উত্তর : বহু মাধ্যম ।
১৬. উইন্ডোজ স্ক্রীন ………… করা যায় ? উত্তর : ছোট/বড় ।
১৭. কোন কোন মাউসের মাঝখানেও …………. বাটন থাকে। উত্তর : স্কল ।
১৮. VIRUS শব্দের পূর্ণরূপ ………… ?
উত্তর : Vital Information Resourcs Under Seize .
১৯. ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের – এর সংক্ষিপ্ত রূপ হলো …………. ?
উত্তর : (WAN) অথ্যাৎ World area network .
২০. নতুন প্রেজেন্টেশন তৈরি করার জন্য ………… অপশন ব্যবহৃত হয় ?
উত্তর : New Slide .
২১. ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী …….? উত্তর : উপাদান ।
২২. Pen Drive সংযুক্ত করার জন্য ………… port ব্যবহৃত হয় । উত্তর : USB .
২৩. Caps Lock on থাকলে লেখা ……………. Case এর হয় ? উত্তর : Upper .
২৪. মেমরির একক হচ্ছে ……….. ? উত্তর : বাইট ।
২৫. Goal Seek অপশনটি …………… Manu এর অধীনে। উত্তর : Tools .২৬. Accounting কাজে মূলত …………. প্যাকেজ ব্যবহৃত হয় । উত্তর : MS Excel .
বাক্যটি সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখঃ
২৭. উইন্ডোজ চালু করার জন্য Tash Bar- এ ক্লিক করতে হয় । উত্তর : মি ।
২৮. এক্সেলের ওয়ার্কশিট হলো ‘কলাম’ ও ‘রো’ – এর সমন্বয়ে গঠিত শিট । উত্তর : স ।
২৯. স্লাইড শো এর জন্য Shift+F6 ফাংশন কী চাপতে হয় । উত্তর : মি ।
৩০. ইন্টারনেট সংযোগ নিতে হলে প্রিন্টার একান্ত প্রয়োজন । উত্তর : মি ।
৩১. অকটাল পদ্ধতির ভিত্তি হচ্ছে হচ্ছে ১০ । উত্তর : মি।
৩২. ১৯৭১ সালে সর্বপ্রথম আমেরিকার ইনটেল কোম্পানির মাইক্রোপ্রসেসের তৈরি করে । উত্তর : স ।
৩৩. Linux একটি Application Software . উত্তর : মি ।
৩৪. স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস । উত্তর : স ।
৩৫. প্লটার এক ধরনের পিন্টার । উত্তর : স ।
৩৬. Report – এর কাজ হলো File কে প্রদশন করা । উত্তর : মি ।
৩৭. MS- Word এ বানান শুদ্ধ করার জন্য Spelling Chacker ব্যবহৃত হয় । উত্তর : স
৩৮. Copy করার কীবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+x . উত্তর : মি ।
সঠিক উত্তর লিখঃ (MCQ)
৩৯. HTML একটি –
(ক) ইন্টারনেট প্রটোকল
(খ) টপোলজি
(গ) টেক্সট্ভিত্তিক প্রোগ্রাম ভাষা
(ঘ) মিডিয়ার নাম
উত্তর : (গ) টেক্সট্ভিত্তিক প্রোগ্রাম ভাষা।
৪০. বিসিডি (BCD) কোড – এর পূর্ণরূপ –
(ক) Binary Coded Decimal Decimal
(খ) Banary Coded Data
(গ) Bangladesh Coded data
(ঘ) Binary Computer data
উত্তর : (ক) Binary Coded Decimal Decimal
৪১. Log(1000)r এর মান হবে –
(ক) 10
(খ) 100
(গ) 3
(ঘ) 1
উত্তর : (গ) 3 .
৪২. রহিমের জন্মতারিখ ২৪শে অক্টোবর , ২০০১ রেকর্ড সন্নিবেশনের জন্য ফিল্ডের ধরন হবে –
(ক) Text Type
(খ) Number Type
(গ) Data Type
(ঘ) OLE Type
উত্তর : (খ) Number Type .
৪৩. কোন সালে ইন্টারনেট কার্যক্রম শুরু হয়
(ক) 1994
(খ) 1990
(গ) 1987
(ঘ) 1995
উত্তর : (খ) 1990
৪৪. ওয়ার্ড প্রসেসিং সপটওয়্যারে ট্যাব ‘কী’ একবার চাপলে কতটুকু জায়গা সরে ?
(ক) এক ইঞ্চি
(খ) আধা ইঞ্চি
(গ) দের ইঞ্চি
(ঘ) দু ইঞ্চি
উত্তর : (খ) আধা ইঞ্চি ।
৪৫. বাংলা যুক্তাক্ষর টাইপ করার জন্য কোন ইংরেজী বোতাম লিঙ্ক হিসাবে ব্যবহৃত হয়।
(ক) F
(খ) G
(গ) H
(ঘ) E
উত্তর : (খ) G .
৪৬. একটি ওযার্ডবুকে সাধারণ কয়টি ওয়ার্কশিট থাকে ?
(ক) 1 টি
(খ) 3 টি
(গ) 4 টি
(ঘ) 5 টি
উত্তর : (খ) 3 টি
৪৭. Replace কীবোর্ড বোডৃ কমান্ড কোনটি ?
(ক) Alt + F
(খ) Ctrl + H
(গ) Alt + G
(ঘ) Ctrl + R
উত্তর : (খ) Ctrl + H .
৪৮. MS-Word এ র কোন মেন্যুতে মেইল মার্জ কমান্ড থকে ?
(ক) File
(খ) Edit
(গ) Tools
(ঘ) View
উত্তর : (গ) Tools .
৪৯. MS-Access এর ক্ষেত্রে Relition হচ্ছে –
(ক) Record
(খ) Table
(গ) Data
(ঘ) Information
উত্তর : (খ) Table .
৫০. 2H2o= H2 + O2 সূত্র লেখার জন্য ব্যবহৃত হয় –
(ক) Format > Font > Superscipt
(খ) Format > Font > Shadow
(গ) Format > Font > Engrave
(ঘ) Format > Font > Subscript
উত্তর : (ঘ) Format > Font > Subscript .
Answer the following question in English .
৫১. What is your Citizenship ? উত্তর : Bangladeshi .
৫২. What is your 21st February memorable ? উত্তর : International Mother,s Language day .
Translate into English:
৫২. আমার বাবা একজন সরকারি চাকুরিজীবি । উত্তর : My father is a goverment employment .
৫৩. রাজু দৈনিক সংবাদপত্র পড়ছে। উত্তর : Raju is reading the daily newspaper.
৫৪. তুমি কি ভাত খেয়েছ ? উত্তর : Did you eat rice ?
৫৫. সদা সত্য কথা বলবে । উত্তর : Alaways speake the truth .
৫৬. আমি একসপ্তাহ যাবৎ জ্বরে ভুগছি । উত্তর : I heve fever for a week .
Choose and fill in the gaps with the correct word/words in brackets:
৫৮. Two and two ……. four. উত্তর : make .
৫৯. My Mother ………..home yesterday. উত্তর : went .
৬০. Look ………. the moon . উত্তর : at .