বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিভিন্ন স্তরের শিক্ষিত বেকার ও উচ্চতর শিক্ষায় ভর্তির সুযোগ বঞ্চিত যুবক যুবতীদের ট্রেড ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদে রূপান্তর করার লক্ষ্যে জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রম (360 ঘণ্টা মেয়াদি) কার্যক্রম চালু করেছে। কম্পিউটারের পাশাপাশি ইলেকট্রিক্যাল, ইলেকট্রন্কি, গার্মেন্টস, নির্মাণ, হোটেল ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, শিপবিল্ডিংসহ বিভিন্ন ক্ষেত্রে দেশে বিদেশে প্রচুর জনবলের চাহিদা রয়েছে। বিভিন্ন সেক্টরে দেশ বিদেশের শ্রম বাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড স্বল্প মেয়াদি বিভিন্ন কোর্স প্রণয়ন করেছে।বাকাশিবো–এর অধিনে বেসিক ট্রেড কোর্সের পরীক্ষা 6টি সেশনে অনুষ্ঠিত হয়। (ক) জানুয়ারি–মার্চ (খ) জানুয়ারি–জুন (গ) এপ্রিল–জুন (ঘ) জুলাই–অক্টোবর (ঙ) জুলাই–ডিসেম্বর ও (চ) অক্টোবর–ডিসেম্বর পরীক্ষাগুলোতে ইংরেজি ও বিষয় ভিত্তিক পরীক্ষা নেয়া হয়।
www.basictradecourse.com ওয়েব সাইটে বিভিন্ন সালে অনুষ্ঠিত প্রশ্নগুলোর সমাধান উপস্থাপন করা হয়েছে। এছাড়া এখানে শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষা দেয়ার মাধ্যমে নিজকে চূড়ান্ত পরীক্ষার জন্য তৈরি করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
এখানে বেসিক ট্রেড কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দেয়ার চেষ্টা করা হয়েছে। যে সকল প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি তাদেরকে নিজ প্রতিষ্ঠানের তথ্য আমাদেরকে ইমেইল (mci54139@gmail.com) করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
মানুষমাত্রই ভুল হয়। এই ওয়েবসাইটের ভুলগুলো সংশোধন করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা ও উপদেশ কামনা করছি।