Basic Trade Course | Bangladesh Technical Education Board |

অতি সংক্ষেপে উত্তর দাও :

১। দুটি ডাটাবেস সফ্টওয়্যারের নাম লেখ ।

উত্তর : 1. Microsoft Access 2. Oracle.

২ । ডাটাবেসের রিলেশন বলতে কী বোঝায়?

উত্তর: ডেটাবেজের একটি টেবিলের রেকর্ডের সাথে অপর একটি টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেজ রিলেশন বলে। অর্থাৎ ডেটাবেজ রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবিলের মধ্যকার লজিক্যাল সম্পর্ক। ১। রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে।

৩। RDBMS-এর পূর্ন অর্থ কী?

উত্তর:RDBMS এর পূর্ণরূপ হলো Relational Database Management System.

৪। SQL-এর মুল তিনটি কাজের নাম লেখ ।

উত্তর:

1.একটি text বেইজড ল্যাংগুয়েজ।

2.QL এ select, insert, delete এ রকম শব্দ দিয়ে একসেট কমান্ড তৈরি করা হয়।

3.SQL এ কোন Graphical interface নেয়।

৫। MS-Access- এ 50.5 কে 50.50 আকারে প্রিন্ট করার জন্য ফিল্ড প্রোপারাটিজ দেখাও ।

উত্তর:

৬। Primary Key বলতে কী বোঝায়? উদাহরণসহ লিখ ।

উত্তর:উত্তর : কোনো ফাইলে সাধারণত এক বা একাধিক ফিল্ড থাকে। এ ফিল্ডগুলোর মধ্যে কমপক্ষে একটি ফিল্ড থাকবে যার ডেটাগুলো অদ্বিতীয় অর্থাৎ ঐ ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন ভিন্ন হবে এবং ঐ ফিল্ডের কোনো ডেটা ফাঁকা থাকতে পারবে না। এ ধরনের ফিল্ডকে প্রাইমারি কী বলে।

৭ । Macro বলতে কী বোঝায়? 

উত্তর:উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয়, সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলে ।

৮। নরমারলাইজেশন কেন করা হয়?

উত্তর:Database normalisation হলো database কে সব থেকে বেশি dublicate ভ্যালু এর থেকে মুক্ত রাখা, আর এটা করা হয় ।

৯ । ডাটাবেসের রিলেশনগুলো কী কী?

উত্তর:এক ডাটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের ডাটার সম্পর্ককে রিলেশনাল ডাটাবেস বলে। যা চার প্রকার।

১। one to one.

২। one to many.

৩। many to one.

৪। many to many.

১০। ফিল্ড প্রোপার্টিজ কী?

উত্তর:এক বা একাধিক অক্ষর বা ক্যারেক্টার মিলে গঠিত হয় একটি ফিল্ড। ডাটাবেসে কোনো ব্যক্তি বা বস্তুর বিভিন্ন বৈশিষ্ট্যকে পৃথক পৃথক ফিল্ডের মাধ্যমে প্রকাশ করা হয়। ছাত্রদের ডাটাবেসে নাম, রোল নম্বর, প্রাপ্ত নম্বর ফিল্ড ইত্যাদি বিভিন্ন ফিল্ড হতে পারে, যা ছাত্রদের পৃথক পৃথক বৈশিষ্ট্য বহন করে।

১১। Employee নামক ডাটা টেবিল হতে যাদের Salary ফিল্ডে 30,000 বা তার বেশি আছে তাদের সকল ফিল্ডকে আলাদা করার SQL কমান্ড লেখ ।

উত্তর:

১২। Composite key বলতে কী বোঝায়? 

উত্তর:কোনাে Table-এর একাধিক attribute মিলে যদি table থেকে কোনাে একটি Record-কে uniquely identity করতে পারে, তখন তাকে composite key বলে।

১৩। Record Navigation Button- এর কাজ কী? 

উত্তর:এক রেকর্ড হতে অন্য রেকর্ডে গমনাগমন বা স্থানান্তরিত করা।

সঠিক শব্দ দিয়ে শুন্যস্থান পূরণ করো:

১৪। ডাটাবেস বলতে ———— এর সমষ্টি বোঝায় ।

উত্তর: তথ্যের ।

১৫। End Sub কী- ওয়ার্ড এর কাজ হলো—————-।  

উত্তর:

১৬। Lookup Wizard ব্যবহার করা হয়—————–। 

উত্তর:

১৭। প্রোগামের ভূল সংশোধন করাকে—————– বলা হয় ।

উত্তর: ডিবগিং ।

১৮। “BTEB”- এর ডাটা টাইপ হবে—————-।

উত্তর: Text টাইপ ।

১৯। ভিজুয়্যাল বেসিকে Components-এর ব্যবহার হয় ——————-এর জন্য ।

উত্তর:

২০। ডাটাবেসের ক্ষুদ্রতম অংশ হলো —————–।

উত্তর: Field.

২১। “$50” এর ডাটা টাইপ হবে—————–।

উত্তর: কারেন্সি

২২। ডাটাবেসের রিলেশন —————- প্রকার ।

উত্তর: ৪ প্রকার ।

২৩। অর্থের পরিমাণ এন্টির জন্য ———– ডাটা টাইপ ব্যবহার করা হয় ।

উত্তর : কারেন্সি ডাটা টাইপ ।

২৪। SQL- এর পূর্ন নাম হলো—————- ।

উত্তর: স্ট্রাকচার কুয়েরী ল্যাংঙ্গুজ ।

২৫। Oracle মূলত একটি ——————- সফ্টওয়্যার ।

উত্তর:

২৬। ডাটাবেসের রিলেশনশীপের উপাস্থাপনের জন্য —————— ডায়াগ্রাম ব্যবহার করা হয় ।

উত্তর:

বাক্যটি সত্য হলে স মিথ্যা হলে মি লেখ : 

২৭। ডাটা টেবিলে নতুন রেকর্ড সংযোজন করার জন্য ctrl +++ কমান্ড ব্যবহার করা হয় ।

উত্তর: মি

২৮। Visual basic এর তৈরিকৃত কাজকে ডিবাগিং বলে । 

উত্তর: মি.

২৯। Visial basic হাই লেভেলের প্রোগামিং ভাষা ।

উত্তর : স.

৩০। ডাটাকে A-Z অনুরুপ সাজালে বলা হয় এসেন্ডিং সর্ট  ।

উত্তর: স.

৩১। রিলেশনশীপ তৈরি করতে একটি মাষ্টার টেবিলের প্রয়োজন হয় । 

উত্তর: মি.

৩২। ডাটাবেসে ডাটা এন্ট্রি করার জন্য From ডিজাইন করা হয় । 

উত্তর: স.

৩৩। রিলেশনশীপের জন্য কমপক্ষে একটি টেবিলের প্রয়োজন হয় । 

উত্তর: স.

৩৪। Module হলো বিশেষ প্রোগ্রাম । 

উত্তর: স.

৩৫। DBMS-এ ব্যবসা সংক্রান্ত কাজ করা যায় না ।

উত্তর: মি.

৩৬। ‍SQL কুয়েরীর কাজে ব্যবহার করা যায় না । 

উত্তর: মি.

৩৭। Validation rule-এ শর্ত সাপেক্ষে ডাটা এন্টির জন্য ব্যবহার করা হয় । 

উত্তর: মি.

৩৮। Oracle হলো অন্যতম একটি ডাটাবেজ । 

উত্তর: স.

সঠিক উত্তরটি লেখ: 

৩৯। Relationship কার মাঝে সংঘটিত হয় ।

উত্তর: Query.

৪০। Oracle-ডাটাবেসে কোন কার্যাবলি সম্পাদনের জন্য কোনটি ব্যবহৃত হয়? 

উত্তর: শব্দভিত্তিক স্টেটমেন্ট ।

৪১। Access-এর রিপোর্ট তৈরি করা যায়–

উত্তর: টেবিল থেকে ।

৪২। কোন ফিল্ডের ডাটার উপর বিভিন্ন ধরণের গানিতিক অপারেশন করা যায়– 

উত্তর: Number.

৪৩। Expression লেখার পূর্বে কোনটি ব্যবহৃত হয়–

উত্তর: =চিহ্ন ।

৪৪। ডাটাবেসের প্রতিটি সারিকে বলা হয়- 

উত্তর: Field.

৪৫। নিচের কোনটি ডাটাবেস কম্পোনেন্ট নয়-

উত্তর: Int.

৪৬। ডাটাবেস কাকে বলে? 

উত্তর: ডাটার লজিক্যাল সমাবেসকে ।

৪৭। নিচের কোনটি ডাটাবেস সফ্টওয়্যার নয় । 

উত্তর: Foxpro.

৪৮। রেকর্ড মুছে ফেলার কমান্ড কোনটি?

উত্তর: Delete.

৪৯। MS Access 2019 ভার্সনে ডাটা টাইপ কয় ধরনের–

উত্তর: ১০

৫০। ডাটাবেস- এর ক্ষেত্রে Primary key কেন ব্যবহার করা হয় । 

উত্তর: Relation সৃষ্টির জন্য ।

Answer the following quetions in English:

৫১। What is your mother tongue?

উত্তর: Bengali.

৫২। Why is 21 February memorable?

উত্তর:  21 February was declared to be the International Mother Language Day by UNESCO in 1999.

Translate into English.

৫৩। স্টেশনে পৌছার পূবের্ই ট্রেন ছেড়ে দিল ।

উত্তর:The train left before reaching the station.

৫৪। আমি এক সপ্তাহ যাবত জ্বরে ভুগছি ।

উত্তর: I am suffering from fever for a week.

৫৫। পাখিরা আকাশে উড়ে । 

উত্তর:Birds fly in the sky.

৫৬। এখন সকাল দশটা বাজে । 

উত্তর:It is ten o’clock in the morning

৫৭ । সদা সত্য কথা বলবে । 

উত্তর: Always tell the truth

Choose and fill in the gaps with the correct word/ words in the brackets:

৫৮। The is ——— university in front of my house.

উত্তর: a

৫৯। Two and tow———– four.

উত্তর:Make.

৬০। Give ———– bad habits.  

উত্তর: Up.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PHP Code Snippets Powered By : XYZScripts.com