২। দুটি জনপ্রিয় search engine এর নাম লেখ।
উত্তরঃ দুটি জনপ্রিয় Search engine হলো - (i) Google (ii) Yayoo
৩। E-mail কী ?
উত্তরঃ ইলেকট্রনিক মেইল (Electronic Mail) এর সংক্ষিপ্ত রূপ হলো ই-মেইল। এটি ইন্টারনেটের একটি বিশেষ সেবা, যার মাধ্যমে পৃথিবরি যে-কোনো প্রান্তে অবস্থিত ইলেকিট্রনিক মেইল অ্যাড্রেসধারী যে-কোনো ব্যবহারকারীর কম্পিউটারে বার্তা প্রেরণ এবং বার্তা গ্রহণ করা যায়।
৪। Cell address কী ?
উত্তরঃ সেল অ্যাড্রেস (Cell address)ঃ ওয়াকশিট এর প্রতিটি ঘরকেই সেল (Cell) বলা হয়। সেলসমূহের অ্যাড্রেস নির্ধারণ করা হয় রো ও কলাম দ্বারা। অথাৎ রো ও কলাম দ্বারা কোনো সেলকে নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলা হয়।
৫। Home Page কী ?
উত্তরঃ হোম পেজ (Home Page)ঃ একটি ওয়েব পেজ-এর প্রাথমিক বা প্রধান পেজ হচ্ছে হোম পেজ। ওয়েব পেজের সব ধরনের ষংক্ষিপ্ত বিবরণ থাকে এই হোম পেজে।
৬। ই-মেইলের ক্ষেত্রে CC এবং BCC কী ?
উত্তরঃ CC-এর পূর্ণরূপ কার্বন কপি এবং BCC এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি। CC -এর মাধ্যমে কোনো মেইল প্রেরণ করলে সেখানে সেন্ডারের ইমেইল অ্যাড্রেস শো (Show) করবে। কিন্তু BCC-এর মাধ্যমে ই-মেইল প্রেরণ করলে সেখানে প্রেরকের অ্যাড্রেস শো (Show) করবে না।
৭। Text Alignment কয় প্রকার ?
উত্তরঃ Text Alignment প্রধানত ৪ প্রকার।
৮। Foreign Key কী ?
উত্তরঃ একটি Table -এর প্রাইমারি কী যখন অন্য কোনো Key-এর সাথে রিলেশন তৈরি করে তখন অন্য Table-এর সেই Key কে Foreign Key বলে। অথাৎ Primary Key যার সাথে রিলেশন সৃষ্টি করে,সেই Key হলো Foreign Key।
৯। Save ও Save As-এর মধ্যে পার্থক্য কি ?
উত্তরঃ কোনো ডকুমেন্ট তৈরি করার পর সেটিকে প্রথম বারের মতো সেভ করতে চাইলে Save ব্যবহার করা হয়। আর পূর্বের কোনো ডকুমেন্ট-এ নতুন কোনো অবজেক্ট সংযোগ করার প্রয়োজন হলে তখন Save As ব্যবহার করা হয়।
১0। I /O ডিভাইস কী ?
উত্তরঃ Input/Output ডিভাইসকে একত্রে I/O ডিভাইস বলে।
১১। দুটি অপরেটিং সিস্টেমের নাম লেখ।
উত্তর ঃ Linux, Unix.
১২। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লেখ।
উত্তরঃ Spreadsheet software, Database software.
১৩। দুটি Antivires সফটওয়্যারের নাম লেখ।
উত্তরঃ কয়েকটি অ্যান্টিভািইরাস সফটওয়্যার হলো- Kaspersky, Avira, Avast,Nortion ইত্যাদি।
১৪। WWW-এর পূর্ণরূপ হলো-
উত্তরঃ World Wide Web
১৫। Redu-এর কী বোর্ড কমান্ড হলো-
উত্তরঃ Ctrl+Y
১৬। Ram একটি .............................মেমরি।
উত্তরঃ অস্থায়ী।
১৭। Linux
১৮। ডকুমেন্ট Print করার কী-বোর্ড কমান্ড হলো.......
উত্তরঃ Ctrl+P
২0। ফাইল Save করার Keyboard কমান্ড হলো..........
উত্তরঃ ctrl+S
ডাটার মান নির্ণয়ের জণ্য ................. ফাংশন ব্যবহার করা হয়।
উত্তরঃ Average ()
২৩। A4 সাইজ কাগজের দৈর্ঘ্য ,,,,,,,,,,,,,,,,ও প্রস্থ ..................ইঞ্চি।
উত্তরঃ ১১.৬৯ ও ৮.২৭
২৫। Recycle Bin ফোল্ডারে _____________ ফাইল জমা থাকে।
উত্তরঃ Delete কৃত
২৬। Paste এর Keyboard কমান্ড হলো __________
উত্তরঃ Ctrl=V
২৭। কী-বোডেৃর ফাংশন Key 12 টি।
উত্তরঃ “স”
২৯। MS Excel একটি Presentation প্রোগ্রাম ।
উত্তরঃ “মি”
৩২। ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশ বিশেষ।
উত্তরঃ “স”
৩৩। টেক্সট বক্সে Type করা যায় না ।
উত্তরঃ “মি”
৩৪। অভ্র একটি বাংলা ফন্টের নাম।
উত্তরঃ “মি”
৩৭। page setup ফাইল মেনুর একটি option ।
উত্তরঃ “স”
৩৮। ফিল্ডের সমষ্টি হলো Record ।
উত্তরঃ “স”
৩৯। Undo এর Keyboard Command হলো ......
(ক) Ctrl+X (খ) Ctrl+P
(গ) Ctrl+Z (সঠিক) (ঘ) Ctrl+F4
৪0। Memory প্রধানত কত প্রকার।
(ক) দুই প্রকার (সঠিক) (খ) তিন প্রকার
(গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার
৪১। কোনটি Logical ফাংশন।
(ক) =IF() (সঠিক) (খ) =AVERAGE
(গ) SUM () (ঘ) =BAS
৪২। =ABS (1.258)-মান কত ?
(ক) =1.23 (খ) =1.24
(গ) 1.258 (সঠিক) (ঘ) =1.26
৪৩। কোনটি Antiviras সফটওয়্যার নয় ?
(ক) Avast (খ) Linux (সঠিক)
(গ) Nortion (ঘ) Avira
৪৪। ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়।
(ক) File (খ) Record
(গ) Field (সঠিক) (ঘ) Table
৪৫। Database Relation কয় প্রকার।
(ক) দুই প্রকার (খ) তিন প্রকার
(গ) চার প্রকার (সঠিক) (ঘ) পাঁচ প্রকার
৪৬। কোনটি অস্থায়ী মেমরি ?
(ক) RAM (সঠিক) (খ)ROM
(গ) RAM ও ROM (ঘ) উল্লেখিত কোনোটিই নয়
৪৭। কোনটি Internet Connectivity -এর নাম নয় ?
(ক) Dialup (খ) Yahoo (সঠিক)
(গ) Broadband (ঘ) wireless
৪৮। C6 হতে D6 পযর্ন্ত Data -গুলো যোগ করার কমান্ড.............
(ক) =ADD(C6:D6) (খ) =ADD(C6-D6)
(গ) =SUM(C6:D6) (সঠিক) (ঘ) =SUM(C-D6)
৪৯। ডাটাবেসে `Dhaka-1000' ডাটাটি কোন ধরনের ডাটা ?
(ক) Text (সঠিক) (খ) Number
(গ) Memo (ঘ) OLE
৫0। MS-Excel -এ একাধিক একত্রিত Cell করাকে বলে____
(ক) Add (খ) Merge (সঠিক)
(গ) Join (ঘ) Union
৫১। Smoking is injurious to health.
Ans: ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর।
৫২। How nicely the garl speak.
Ans: মেয়েটা কত সুনাদর করে কথা বলে।
৫৩। Why is 21st February memorable.
Ans: ২১ ফেব্রুয়ারি কেন স্মরণীয় ?
৫৪। আমি একজন দক্ষ টেকনিশিয়ান হতে চাই।
Ans: I want to be a skilled Technician.
৫৫। রাজু দৈনিক সংবাদ পত্র পড়ছে।
Ans: Raju is reading daily newspaper.
৫৬। অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কী ?
Ans: What is occupational safety and health.
৫৭। আমি এক সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছি।
Ans: I have been suffering from fevar for a week.