Basic Trade Course | Bangladesh Technical Education Board |

উত্তরঃ দুটি জনপ্রিয় Search engine হলো - (i) Google (ii) Yayoo

উত্তরঃ ইলেকট্রনিক মেইল (Electronic Mail) এর সংক্ষিপ্ত রূপ হলো ই-মেইল। এটি ইন্টারনেটের একটি বিশেষ সেবা, যার মাধ্যমে পৃথিবরি যে-কোনো প্রান্তে অবস্থিত ইলেকিট্রনিক মেইল অ্যাড্রেসধারী যে-কোনো ব্যবহারকারীর কম্পিউটারে বার্তা প্রেরণ এবং বার্তা গ্রহণ করা যায়।

উত্তরঃ সেল অ্যাড্রেস (Cell address)ঃ ওয়াকশিট এর প্রতিটি ঘরকেই সেল (Cell) বলা হয়। সেলসমূহের অ্যাড্রেস নির্ধারণ করা হয় রো ও কলাম দ্বারা। অথাৎ রো ও কলাম দ্বারা কোনো সেলকে নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলা হয়।

উত্তরঃ হোম পেজ (Home Page)ঃ একটি ওয়েব পেজ-এর প্রাথমিক বা প্রধান পেজ হচ্ছে হোম পেজ। ওয়েব পেজের সব ধরনের ষংক্ষিপ্ত বিবরণ থাকে এই হোম পেজে।

উত্তরঃ CC-এর পূর্ণরূপ কার্বন কপি এবং BCC এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি। CC -এর মাধ্যমে কোনো মেইল প্রেরণ করলে সেখানে সেন্ডারের ইমেইল অ্যাড্রেস শো (Show) করবে। কিন্তু BCC-এর মাধ্যমে ই-মেইল প্রেরণ করলে সেখানে প্রেরকের অ্যাড্রেস শো (Show) করবে না।

উত্তরঃ Text Alignment প্রধানত ৪ প্রকার।

উত্তরঃ একটি Table -এর প্রাইমারি কী যখন অন্য কোনো Key-এর সাথে রিলেশন তৈরি করে তখন অন্য Table-এর সেই Key কে Foreign Key বলে। অথাৎ Primary Key যার সাথে রিলেশন সৃষ্টি করে,সেই Key হলো Foreign Key।

উত্তরঃ কোনো ডকুমেন্ট তৈরি করার পর সেটিকে প্রথম বারের মতো সেভ করতে চাইলে Save ব্যবহার করা হয়। আর পূর্বের কোনো ডকুমেন্ট-এ নতুন কোনো অবজেক্ট সংযোগ করার প্রয়োজন হলে তখন Save As ব্যবহার করা হয়।

উত্তরঃ Input/Output ডিভাইসকে  একত্রে I/O ডিভাইস বলে।

উত্তরঃ কয়েকটি অ্যান্টিভািইরাস সফটওয়্যার হলো-  Kaspersky, Avira, Avast,Nortion ইত্যাদি।

(ক) Ctrl+X                      (খ) Ctrl+P

(গ) Ctrl+Z  (সঠিক)           (ঘ) Ctrl+F4

(ক) দুই প্রকার  (সঠিক)        (খ) তিন প্রকার

(গ) চার প্রকার                   (ঘ) পাঁচ প্রকার

(ক) =IF()  (সঠিক)       (খ) =AVERAGE

(গ) SUM ()                (ঘ) =BAS

(ক) =1.23                   (খ) =1.24

(গ) 1.258 (সঠিক)         (ঘ) =1.26

(ক) Avast              (খ) Linux (সঠিক)

(গ) Nortion            (ঘ) Avira

(ক) File                   (খ) Record

(গ) Field (সঠিক)       (ঘ) Table

(ক) দুই প্রকার                   (খ) তিন প্রকার

(গ) চার প্রকার (সঠিক)        (ঘ) পাঁচ প্রকার

(ক) RAM (সঠিক)             (খ)ROM

(গ) RAM ও ROM             (ঘ) উল্লেখিত কোনোটিই নয়

(ক) Dialup                    (খ) Yahoo (সঠিক)

(গ) Broadband              (ঘ) wireless

(ক) =ADD(C6:D6)                              (খ) =ADD(C6-D6)

(গ) =SUM(C6:D6) (সঠিক)                    (ঘ) =SUM(C-D6)

(ক) Text  (সঠিক)                  (খ) Number

(গ) Memo                           (ঘ) OLE

(ক) Add              (খ) Merge (সঠিক)

(গ) Join              (ঘ) Union

Ans: ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর।

Ans: মেয়েটা কত সুনাদর করে কথা বলে।

Ans: ২১ ফেব্রুয়ারি কেন স্মরণীয় ?

PHP Code Snippets Powered By : XYZScripts.com