2022-জুলাই-ডিসেম্বর, জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর-2022 সেশন- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বোর্ড প্রশ্ন সমাধান ও অনলাইন পরীক্ষা

অতি সংক্ষেপে উত্তর দাও : 

১। ফাইল ও ফোল্ডার কী?

উত্তর:ফাইল এবং ফোল্ডার দুটি আলাদা শব্দ। ফাইল হলো বিভিন্ন মিডিয়া এবং টেক্সট ডকুমেন্ট। এগুলোর শেষে সাধারণত বিভিন্ন এক্সটেনশন থাকে, যেমন: jpg, mp4, mp3, psd, pdf, txt ইত্যাদি। ফোল্ডার হলো ফাইল কন্টেইনার, বিভিন্ন ফাইলকে ধারণ করাই ফোল্ডারের কাজ ।

২। বিট ও বাইট বলতে কী বোঝায়?

উত্তর:বিটঃ একটি ক্যারেক্টার বা অক্ষর যেটুকু জায়গা দখল করে তাকে এক বিট বলে। বাইটঃ ৮ বিট সমান ১ বাইট, অর্থাৎ ৮ টি ক্যারেক্টার বা অক্ষর যেটুকু জায়গা দখল করে তাকে ১ বাইট বলে।

৩। ফরেন ”কী” বলতে কী বোঝায়? 

উত্তর:একটি টেবিলের প্রাইমারি কী অন্য ডেটা টেবিলে সাধারণ কী হিসাবে ব্যবহৃত হয় তাহলে প্রথম ফাইলের / টেবিলের প্রাইমারি কী – কে দ্বিতীয় ফাইলের / টেবিলের জন্য ফরেন কী বলা হয় ।

৪। সিস্টেম সফ্টওয়্যার কী?

উত্তর:সিস্টেম সফটওয়্যার একটি কম্পিউটার সফটওয়্যার যেটার নকশা করা হয়েছে, কম্পিউটারের হার্ডওয়্যার কে পরিচালনা করার জন্য এবং এপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কাজ করার উপযোগী পরিবেশ প্রদানের জন্য।

৫। মেইল মার্জ বলতে কী বোঝায়? 

উত্তর:একই চিঠি, মেইলিং লেভেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।

৬। ডেস্কটপ কী?

উত্তর: কম্পিউটার অন করার পর আমরা স্থির অবস্থায় মনিটরে যা দেখতে পাই তাই Desktop.

৭। ডাটাবেস বলতে কী বোঝায়? 

উত্তর:ডাটাবেজ বলতে তথ্যভান্ডার বা তথ্য সমষ্টি বোঝায় ।

৮। ফুটনোট (Footnote) কী? 

উত্তর: প্রতি পৃষ্ঠার নিচে আমরা যেটা দেখি বা লিখি সেটাকেই Footnote বলে ।

৯। MICR কী? 

উত্তর :MICR – এর পূর্ণরুপ Magnetic Ink Character Recognition বা Magnetic Ink Character Reader । এটি ব্যাংক চেক বা ডকুমেন্টে মেশিন পাঠযোগ্য বিশেষ কিছু লেখার প্রযুক্তি, যা বিশেষ চম্বকীয় কালিতে লেখা হয় বা এভাবে লেখা কিছুকে (MICR) (Reader ) দ্বারা কম্পিউটারের সরাসরি পড়ানো হয়।

১০। পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে?

উত্তর: লেডি অ্যাডা অগাস্টা ।

১১। দুটি সার্চ ইঞ্জিনের নাম কী?

উত্তর: Google, Bing.

১২। স্প্রেড শীট বলতে কী বোঝায়? 

উত্তর:যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে।

১৩। ই-মেইল এড্রেসের বিভিন্ন অংশগুলো চিহ্নিত কর । 

উত্তর:ইমেইল ঠিকানা দুইটি অংশে বিভক্ত। প্রথম অংশটি হল ব্যবহারকারী নাম। এর ঠিক পরপরই থাকে @ চিহ্নটি। তার পরে থাকে সংশ্লিষ্ট ব্যবহারকারীর প্রতিষ্ঠানের নাম।

সঠিক শব্দ দিয়ে শুন্যস্থান পূরণ করঃ

১৪। ROM- এর পূর্ণ রুপ হলো———–। 

উত্তর: Read Only Memory.

১৫। Aকাগজের দৈর্ঘ্য———- ইঞ্জি ও প্রস্থ ——— ইঞ্জি । 

উত্তর: 11.69 | 8.27.

১৬। JPG হলো ———–ফাইলের এক্সটেনশন । 

উত্তর: Images.

১৭। WWW- এর পুর্ণরুপ হলো———–। 

উত্তর: World wide Web.

১৮। Windows একটি ———— সফ্টওয়্যার । 

উত্তর: Operating System.

১৯ । অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো ———– । 

উত্তর: ৮ ।

২০। Record হলো কতগুলো ————- এর সমষ্টি । 

উত্তর: Field.

২১। MS Powerpoint একটি ————— সফ্টওয়্যার । 

উত্তর: Presnetation.

২২। Data Sort ————- প্রকার । 

উত্তর: ২ প্রকার।

২৩। অভ্র একটি ———- প্রোগ্রাম । 

উত্তর: বাংলা ফ্রন্ট ।

২৪। LN দিয়ে —————- Logaritham নির্ণয়ের জন্য ফাংশন ব্যবহৃত হয় । 

উত্তর:

২৫। MS Access program এর ধরনের Data Type পাওয়া যায়। 

উত্তর: ২ প্রকার ।

২৬। Count() Function ব্যবহৃত হয় ———- কাজে ।

উত্তর: গণনা ।

ব্যাকটি সত্য সত্য হলে “স” এবং মিথ্যা হলে ”মি” লেখঃ 

২৭। Recycle Bin- এর ডাটা পুনরায় ফিরিয়ে আনা যায় না । 

উত্তর: মি.

২৮। ওয়ার্কশীট ওয়ার্কবুকের অংশ বিশেষ । 

উওর: স.

২৯। টেক্সট বক্সে লেখা যায় । 

উত্তর: স.

৩০। SQL program word process- এর কাজে ব্যবহৃত হয় । 

উত্তর: মি.

৩১। Computer- এর Virus একটি জীবাণু । 

উত্তর: মি.

৩২। Pen Drive- কে Flash Memory বলা হয় ।

উত্তর: স.

৩৩। Google একটি Oparation System – এর নাম । 

উত্তর: মি.

৩৪। A-Z পযর্ন্ত হলো Numeric Key । 

উত্তর: মি.

৩৫। Hard Disk Drive একটি Secondary Storage Device. 

উত্তর: স.

৩৬। সাধারণত Word- এ Font Size থাকে ১২ । 

উত্তর: স.

৩৭। Website তৈরিতে HTML ব্যবহৃত হয় না । 

উত্তর: মি.

৩৮। Save ও Save as এ কোনো পার্থক্য নেই ।

উত্তর: মি.

সঠিক উত্তরটি লেখঃ

৩৯। নীচের কোনটি সহায়ক মেমোরি নয়-

উত্তর: Cache.

৪০। MS-Access এ Print File কে কী বলে? 

উত্তর:Report File.

৪১। ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়?

উত্তর: Field.

৪২। Logical Function 

উত্তর: =IF.

৪৩। Connectivity-এর নাম নয় কোনটি?

উত্তর:Yahoo.

৪৪। কোনটি অস্থায়ী মেমোরী-

উত্তর: RAM.

৪৫। Undo-এর কী-বোর্ড  কমান্ড কোনটি?

উত্তর: Ctrl+Z.

৪৬। ২ জিবি = কত কিলোবাইট-

উত্তর: 221

৪৭। Computer শব্দের অর্থ কী?

উত্তর: গণনা করা ।

৪৮। ফার্মওয়্যার সংরক্ষিত থাকে –

উত্তর: ROM-এ

৪৯। প্রতিটি শব্দ আলাদাভাবে Underline করার কমান্ড–

উত্তর: Ctrl+U

৫০। কোনটি Optical Device-

উত্তর: CD.

Answer the following questions in English-

৫১। What is your mother tongue?

উত্তর: Bengali is my mother tongue.

৫২। Why is 21 February memorable?

উত্তর:  21 February was declared to be the International Mother Language Day by UNESCO in 1999.

Translate into English.

৫৩। স্টেশনে পৌছার পূবের্ই ট্রেন ছেড়ে দিল ।

উত্তর:The train left before reaching the station.

৫৪। আমি এক সপ্তাহ যাবত জ্বরে ভুগছি ।

উত্তর: I am suffering from fever for a week.

৫৫। পাখিরা আকাশে উড়ে । 

উত্তর:Birds fly in the sky.

৫৬। এখন সকাল দশটা বাজে । 

উত্তর:It is ten o’clock in the morning

৫৭ । সদা সত্য কথা বলবে । 

উত্তর: Always tell the truth

Choose and fill in the gaps with the correct word/ words in the brackets:

৫৮। The is ——— university in front of my house.

উত্তর: a

৫৯। Two and tow———– four.

উত্তর:Make.

৬০। Give ———– bad habits.  

উত্তর: Up.