2023-জুলাই-ডিসেম্বর ও অক্টোবর-ডিসেম্বর অফিস অ্যাপ্লিকেশন বোর্ড প্রশ্নপত্রের সমাধান

Share This Post

মেমরি হলো স্মৃতি বা তথ্য ধরে রাখার স্থান । এখানে তথ্য সংরক্ষণ করে রাখা যায়।

বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 0 (শূন্য)  এবং ১ (এক) - কে বিট বলে।

বাইটঃ আট বিটে এক বিট বলে হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোন বর্ণ অঙ্ক বা বিষেশ চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে।

রিসাইকেল বিন হলো অপ্রয়োজনীয় ডিলিট কৃত  ডাটা সংরক্ষিত রাখার একটি ফোল্ডার । এখান থেকে ডিলিটকৃত ডাটা পুনরায় ফিরিয়ে নেয়া যায়।

Mouse এর Right বাটন ক্লিক  New ক্লিক  Folder - এ ক্লিক করে, Folder  এর নাম দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে ।

যে সফটওয়্যার হার্ডওয়্যারসমূহকে সচল করে এবং তাদের পরিচালনায় সহযোগিতা প্রদান করে, সেই সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার বলে।

টেক্সট বা গ্রাফিক্সের একাধিক অংশ রং ফন্ট স্টাইল এবং সাইজ বা বর্ডার স্টাইলের মতো একই ফরম্যাাটং দ্রুত প্রয়োগ করতে ফরম্যাট পেইন্টার ব্যবহার করা হয়।

মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টেকে বলা হয় ওয়ার্কবুক। যখন প্রোগাম রান করা হয় তখন একটি খালি ওয়ার্কবুক কাজের জন্য তৈরি থাকে। একটি ওয়ার্কবুকে এক বা একাধিক ওয়ার্কশিঠ থাকতে পারে।

দুটি জনপ্রিয় Scerch Engine হলো - (i) Google (ii) Yahoo.

পাওয়ার পয়েন্ট এর Presentation - এর (একটি ফাইলে) এক বা একাধিক পৃষ্ঠা থাকে । প্রতিটি পৃথক পৃষ্ঠাকে Slide (স্লাইড) বলে।

একটি Table এর প্রাইমারি কী যখন অন্য Table-এর কোন  Key এর সাথে রিলেশন তৈরি করে, তখন অন্য Table- এর সেই key- কে  Foreign Key বলে । অর্থাৎ Primary Key যার সাথে রিলেশন সৃষ্টি করে সেই- Key হলো Foreign Key

(ক)My Computer  (খ) My Document

(গ) Recycle Bin  (ঘ) My File √

(ক)Ctrl + B                        (খ) Ctrl + C

(গ) Ctrl + Alt + B  √             (ঘ) Ctrl +Alt +V

(ক) Input Device  √              (খ) Input/Output Device

(গ) Output Device                (ঘ) উল্লিখিত কোনোটিই নয়

(ক) ১০৪৪ বাইট                (খ) ১০২৫ বাইট

(গ) ১০২৪ বাইট √               (ঘ) ১০৪০ বাইট

(ক) Ctrl +W                 (খ) Ctrl +O

(গ) Ctrl +P √                  (ঘ) Ctrl + N

(ক) Ctrl + Y                (খ) Ctrl + Z √

(গ) Ctrl +W                (ঘ) Ctrl +O

(ক) =IF √               (খ) =Sum

(গ) =Avg             (ঘ) = MOD ( )

(ক) Pen Drive                (খ) CD Disk

(গ) Hard Disk                 (ঘ)  Rom  √

(ক) 8.26" × 11.67"             (খ) 8.27"  × 11.69" √

(ক) 8.30" × 11.50"             (ক) 8.5" × 14.00"

(ক) Word Wide Web  √                     (খ) Word Wide Wen

(গ) Word Web Wide                           (ঘ)  Word Wide Wand

(ক) (১০১০১০)                            (খ) (১০১০০১)

(গ) (১১০১০১)২                                   (ঘ) (১০১১০১)

There are six seasons in bangladesh.


Discover more from Basic Trade Course | Bangladesh Technical Education Board |

Subscribe to get the latest posts sent to your email.

More To Explore

Bteb Notice
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ

জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (৩৬০ ঘন্টা) শিক্ষাক্রমের জানুয়ারি-জুন, ২০২৫ (৬ মাস মেয়াদি) শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা বৃদ্ধি

bteb notice
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ

2025-এপ্রিল-জুন (৩ মাস মেয়াদি) শিক্ষাবর্ষে জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (৩৬০ ঘন্টা) শিক্ষাক্রমের ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি