অতি সংক্ষেপে উত্তর দাও :
১. DBMS এর পূর্ণরূপ কী ?
উত্তর : Data Base Management system .
২. চারটি ডাটাবেস সফটওয়ারের নাম লেখ ?
উত্তর : (ক) MS Access (খ) SQL (গ) ORACLE (ঘ) PHP ।
৩. Oracle কী ধরনের প্রোগ্রাম ?
উত্তর : Oracle হচ্ছে সর্বশেষ্ট, উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এক ধরনের ডাটাবেস প্রোগ্রাম ।
৪. ডাটাবেস বলতে কি বুঝায় ?
উত্তর : Data Base শব্দের অর্থ ‘ডাটা সমাবেস ‘ বা তথ্যের ভান্ডার । সুতরাং, ডাটাবেস হচ্ছে সম্পর্কযুক্ত তথ্য বা উপাত্তের সমষ্টি ।
৫. Modules কী ?
উত্তর : ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রাম ।
৬. RDBMS – এর পূর্ণরূপ কী ?
উত্তর : Ralational Data Base Management System .
৭. A4 ও Legal size কাগজের পরিমাপ কত ?
উত্তর : দৈর্ঘ্য ১১.৬৯ ” প্রস্থ ৮.২৭ .
৮. Debugging -এর কাজ কী ?
উত্তর : প্রোগ্রমের ক্রটি সংশোধন করা ।
৯. Yes/No ফিল্ডে কী ধরনের ডাটা টাইপ সংরক্ষিত থাকে ?
উত্তর : হ্যা / না বোধক ।
১০. MS Access এ ছবি যুক্ত করতে কোন ডাটা টাইপ ব্যবহার করা হয় ?
উত্তর : OLE .
১১. Visual Basic কী ?
উত্তর : একটি ডাটাবেস প্রোগ্রাম ।
১২. Relationship কী ?
উত্তর : রিলেশনশিপ হলো একাধিক টেবিল এর মাঝে সম্পর্ক সৃষ্টি করার একটি প্রদ্ধতি।
১৩. SQL এর পূর্ণরূপ কী ?
উত্তর : Sturctured Query language .
সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ
১৪. ডাটাবেজের মূল ভিত্তি হলো ………… ? উত্তর : Table .
১৫. Visual Basic একটি …………. সফটওয়্যার ? উত্তর : ডাটাবেজ ।
১৬. রিলেশনশিপ হলো একাধিক ………… এর মাঝে সম্পর্ক সৃষ্টি করার একটি প্রদ্ধতি ।
উত্তর : Table .
১৭. ডাটা তল্লাসি করার জন্য ………….. ব্যবহার করা হয় ? উত্তর : ক্যুয়েরি ।
১৮. টেবিলের সাহায্যে প্রকাশিত ডাটাবেজের এক বা একাধিক সারিকে বলা হয় ……….?
উত্তর : রেকর্ড / Record .
১৯. অর্থের পরিমান এন্টি করার জন্য ………….. ডাটা টাইপ ব্যবহার করা হয় ?
উত্তর : Currency .
২০. Relationship হলো ……….. প্রকার ? উত্তর : ৪ প্রকার ।
২১. Duplication data এড়ানোর জন্য ………………Key ব্যবহার করা হয় ।
উত্তর : Primary .
২২. End sub keyword এর কাজ ……………………… ?
উত্তর : প্রসিডিটর শেষ করা ।
২৩. DML – এর পূর্ণরূপ হলো …………………………..?
উত্তর : Data Manipulation Language .
২৪. VB তে তৈরি করা প্রোগ্রামকে …………………… বলা হয় ?
উত্তর : প্রোজেক্ট ।
২৫. 0 এর চেয়ে বড়, কিন্তু ১০০ এর চেয়ে ছোট সংখ্যা এন্টি করার জন্য শর্ত হবে, …….?
উত্তর : 0<100 .
২৬. SQL ল্রাংগুয়েকে ………………. ভাগে ভাগ করা য়ায় ।
উত্তর : 2 ভাগে ।
বাক্যটি সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখঃ
২৭. Lookup wizard একটি Data type – এর নাম । উত্তর : মি .
২৮. ডাটাবেস বলতে ডাটার লজিক্যাল সমাবেস বোঝায় । উত্তর : স .
২৯. দু বা ততোধিক টেবিল হতে কুয়েরি করা সম্ভব । উত্তর : স .
৩০. ডাটাবেস ফাইলে একটি মাত্র টেবিল রাখা সম্ভব । উত্তর : মি .
৩১. ভিজুয়্যাল বেসিক ফাইলে একটি মাত্র টেবিল রাখা সম্ভব । উত্তর : মি .
৩২. ক্যুয়েরি তৈরি করতে হলে Report এর প্রয়োজন হয় । উত্তর : মি .
৩৩. MS Access এ From তৈরির প্রধান উদ্দেশ হলো ডাটা প্রদর্শনে সহায়তা করা ।
উত্তর : স .
৩৪. রিলেশনশিপ তৈরি করতে হলে একটি মাস্টার টেবিল প্রয়োজন ।
উত্তর : স .
৩৫. ডাটাকে Z-A অনুরূপ সাজালে বলা হয় অ্যাসেন্ডিং সর্ট । উত্তর : মি .
৩৬. Null ভ্যালু এর অর্থ ডাটা ফাঁকা হবে । উত্তর : স .
৩৭. Report তৈরি করা হয় ডাটা সুন্দরভাবে সাজিয়ে প্রিন্ট করার জন্য । উত্তর : স .
৩৮. ডাটাবেস ইউনিক ডাটাকে ফরেন ‘কী’ বলে । উত্তর : মি .
সঠিক উত্তর লিখঃ (MCQ)
৩৯. Flow Chat এর উদ্দেশ কী ?
(ক) অ্যালগরিদম উপস্থাপন করা
(খ) চিত্র আকারে উপস্থাপন করা
(গ) যথাযথ কম্পাইলিং
(ঘ) কোনটিই নয়
উত্তর : (খ) চিত্র আকারে উপস্থাপন করা
৪০. Query বলতে কী বোঝায় ?
(ক) Data table থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া
(খ) Data table থেকে প্রয়োজনীয় তথ্য খুজে বের করা
(গ) Data table এর সব ফিল্ড কপি করা
(ঘ) Data table মুছে ফেলা
উত্তর : (খ) Data table থেকে প্রয়োজনীয় তথ্য খুজে বের করা
৪১. Between নীচের কোন কাজের জন্য ব্যবহৃত হয় ?
(ক) Compartive
(খ) Range
(গ) List
(ঘ) Comparison
উত্তর : (খ) Range .
৪২. নিচের কোনটি ডাটাবেস সফটওয়ার নয় ?
(ক) MS Access
(খ) MS Word
(গ) SQL Server
(ঘ) FOX pro
উত্তর : (খ) MS Word .
৪৩. Database বলা হয় ?
(ক) Data, Record ও File – এর সমষ্টিকে
(খ) Table, File ও Field – এর সমষ্টিকে
(গ) Field, Record ও File – এর সমষ্টিকে
(ঘ) Data, Table ও Field – এর সমষ্টিকে
উত্তর : (গ) Field, Record ও File – এর সমষ্টিকে ।
৪৪. ভিজুয়্যাল বেসিকে Componenents – এর ব্যবহার করা হয় –
(ক) বিশেষ টুলস আনার জন্য
(খ) টূলের কার্যকারিতা বাড়ানোর জন্য
(গ) টূলের কাজ অকেজ করার জন্য
(ঘ) কোনটিই নয়
উত্তর : (ক) বিশেষ টুলস আনার জন্য ।
৪৫. ডাটাবেজ রিলেশনগুলো হলো –
(ক) One to One
(খ) One to Many
(গ) Many to Many
(ঘ) সবকটি
উত্তর : (ঘ) সবকটি
৪৬. DDL – এর সাহায্যে –
(ক) Database স্কিমা ডিজাইন করা হয়
(খ) Databas -এর ইনফরমেশন পরিবর্তিত করা হয়
(গ) Databas এর ইনফরমেশন ডিলিট করা হয়
(ঘ) Databas এর ইনফরমেশন ইনসার্ট করা হয়
উত্তর : (ক) Database স্কিমা ডিজাইন করা হয় ।
৪৭. কয়বার লুপটি আবর্তিত হবে , তা জানা থাকলে নীচের কোন লূপটি ব্যবহৃত হবে ?
(ক) Do…….. Loop
(খ) For …….Next
(গ) While …..When
(ঘ) If ……..Then
উত্তর : (খ) For …….Next .
৪৮. MS-Access দিয়ে তৈরি From – এ বিভিন্ন রেকর্ড প্রদর্শন করা হয় –
(ক) নেগেটিভ বাটন
(খ) কমান্ট বাটন
(গ) টগল বাটল
(ঘ) অপশন বাটন
উত্তর : (ক) নেগেটিভ বাটন ।
৪৯. QB Color – এ কয়টি রং থাকে ?
(ক) ১৫ টি
(খ) ১৬ টি
(গ) ১২ টি
(ঘ) ৫ টি
উত্তর : (খ) ১৬ টি ।
৫০. Timer Control – এ গতি বাড়ানো-কমানো জন্য প্রোপার্টিজের কী পরিবর্তন করা হয় –
(ক) Interval
(খ) Enable
(গ) Disabled
(ঘ) Caption
উত্তর : (ক) Interval .
Answer the following question in English .
৫১. What is your Citizenship ? উত্তর : Bangladeshi .
৫২. What is your 21st February memorable ? উত্তর : International Mother,s
Translate into English:
৫২. আমার বাবা একজন সরকারি চাকুরিজীবি । উত্তর : My father is a goverment employment .
৫৩. রাজু দৈনিক সংবাদপত্র পড়ছে। উত্তর : Raju is reading the daily newspaper.
৫৪. তুমি কি ভাত খেয়েছ ? উত্তর : Did you eat rice ?
৫৫. সদা সত্য কথা বলবে । উত্তর : Alaways speake the truth .
৫৬. আমি একসপ্তাহ যাবৎ জ্বরে ভুগছি । উত্তর : I heve fever for a week .
Choose and fill in the gaps with the correct word/words in brackets:
৫৮. Two and two ……. four. উত্তর : make .
৫৯. My Mother ………..home yesterday. উত্তর : went .
৬০. Look ………. the moon . উত্তর : at .