ডাটাবেস তৈরীর উদ্দেশ্য কী?
ফিল্ড প্রপার্টিজ কী?
Microsoft Access-এ ব্যাবহৃত ৫টি অবজেক্ট -এর নাম লেখ।
Table Wizard কী?
RDBMS- এর পূর্ণরূপ লেখ।
Variable বলতে কী বুঝায়?
অপারেটর কাকে বলে?
ইভেন্ট বলতে কী বুঝ?
ফিল্ড প্রপার্টিজ -এ Default Value কেন ব্যাবহার করা হয়?
রিলেশনাল ডাটাবেজের শর্তগুলো লেখ।
কোনো ফিল্ডের ইনডেক্র করলে ঐ ফিল্ড মানের নিম্ন ক্রমানুসারে সজ্জিত হয়।
Null ভ্যালু-এর শর্ত হলো ডাটা ফাঁকা হবে।
একটি রেকর্ডে অনেকগুলো তথ্য খাকতে পারে।
ম্যাক্রো ডাটাবেসের অংশ।
ডাটাবেস টেবিল ডিজাইনের ক্ষেত্রে ফিল্ডের নাম এবং ডাটা টাইপ দুটি বিচ্ছিন্ন হয়।
রিপোর্ট ব্যাবহৃত হয় ডাটাকে সুন্দরভাবে সাজিয়ে প্রিন্ট করার জন্য।
একটি রেকর্ড গঠিত হয় কতগুলো ফিল্ড নিয়ে।
একটি ডাটাবেসে বিভিন্ন ডাটার অন্তর্ভুক্তির জন্য Field name গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Decimal place শুধুমাত্র Number type ফিল্ডের জন্য ব্যাবহৃত হয়।
ডাটাবেসের কোনো টেবিল থেকে শর্তের ভিত্তিতে আলাদা টেবিল তৈরী করতে Validation rule ব্যাবহার করা হয় না।
ডাটাবেস টেবিলে এক বা একাদিক রেকর্ড সংযোজনের জন্য ব্যাবহৃত হয়-
ডাটাবেসের প্রেত্যেকটি রেকর্ডকে পৃথকভাবে খুঁজে বের করার জন্য ব্যাবহার করা হয়-
Text ডাটা টাইপে সর্বোচ্চ বর্ণ টাইপ করা যায়-
কোন ফিল্ডের ডাটার উপর বিভিন্ন ধরনের গানিতিক অপারেশন করা যায়?
রিলেশনাল ডাটাবেসের ডাটাকে নিচে লিখিত কোন উপায়ে সংরক্ষন করা যায়?
Database থেকে টেবিল বাতিল করার জন্য ব্যাবহৃত হয়-
Command কন্ট্রোলের অবজেক্ট Name ব্যাবহার করতে নামের পূর্বে লেখা হয়-
QB color - এ কয়টি রং থাকে?
Timer Control এর গতি বাড়ানো কমানোর জন্য প্রপার্টিজের কী পরিবর্তন করা হয়?
দুটি ডাটা টেবিলের মাঝে যকন উবয় টেবিলে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে, তখন তাকে বলে-
ডাটাবেসের ক্ষুদ্রতম অংশ হলো------------।
ফ্লো-চার্ট হলো----------চিত্ররূপ।
MS Access-এ Teacher টেবিলের সব ডাটা প্রদর্শন করার কমান্ড হলো select*from-------।
ভিজুয়াল বেসিকে বর্গাকৃতি ঘরের মাঝে টিক চিন্হ সম্বলিত অবজেক্টকে বলা হয়------------।
MS Access-এ From ডিজাইন করা হয়---------থেকে।
Validation rule ফিল্ড প্রপার্টিজ ব্যবহৃত হয় মর্তের ভিত্তিতে-------।
ভিজুয়াল বেসিক থেকে প্রোগ্রামিং এর সাহায্যে ডাটাবেসের সাথে সংযোগ করার জন্য -------কন্ট্রোল ব্যাবহৃত হয়।
স্বয়ংক্রিয়ভাবে ডাটার মান প্রদর্শন করতে --------ডাটা টাইপ ব্যাবহৃত হয়।
ভিজুয়াল বেসিকে লেবেল হলো-------।
Set focus হলো বিজুয়াল বেসিকের একটি-------।
সূর্য পূর্ব দিকে উঠে।
তোমার মাতার নাম কী?
আমার আব্ব একজন গরীব লোক।
তোমার নাম কী?
ঢাকা বাংলাদেশের রাজধানী।
He is....................honest man.
Bangladesh became independent in..........
You.........do it easily.
Swimming............a good exercise.
The............Play football.
2014-এপ্রিল-জুন-জানুয়ারি-জুন-79-ডাটাবেস প্রোগ্রামিং
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}