2016-জুলাই-ডিসেম্বর-অক্টোবর-ডিসেম্বর-79-ডাটাবেস প্রোগ্রামিং বোর্ড প্রশ্ন সমাধান ও অনলাইন পরীক্ষা

ডাটাবেস বলতে কী বুঝায়?
DML- এর পূর্ণরূপ কী?
ফর্ম কী?
Flow Chart- এর উদ্দেশ্য কী?
Design View কেন ব্যাবহার করা হয়?
SQL কেন ব্যাবহার করা হয়?
RDBMS বলতে কী বুঝায়?
ক্রস ট্যাব কুয়েরি কোথায় ব্যাবহৃত হয়?
ডাটাবেসে Report কেন তৈরী করা হয়?
ইভেন্ট বলতে কী বুঝায়?
Modules কী?
Primary Key কী কাজে ব্যাবহার করা হয়?
কুয়েরি রিটার্নড টেবিল কী?
যেটিকে প্রক্রিয়া করলে ইনফরমেশন পাওয়া যায়, তাকে....................বলে।
DENY হলো ......................এর কমান্ড।
Log file extension -এ ....................দেয়া থাকে।
ডাটাবেস ফাইলের মূলভিত্তি হলো......................।
কতগুলো ........................সমষ্টিকে টেবিল বলে
কোনো টেবিলের একক ডাটা ভ্যালু সংরক্ষনের স্হানকে..............বলে।
টেবিল বা কোয়েরিং থেকে ...................তৈরী করা হয়।
ডাটা টেবিলে ডাটা বিভিন্ন ভাবে ..............থাকে।
কোয়েরির ফল দিয়ে নতুন টেবিল তৈরী করাকে...................কোয়েরিং বলে।
ডাটাবেস তৈরী করার সময় ..............ফাইল তৈরী করা হয়।
VB- তে তৈরী করা প্রোগ্রামকে ...................বলা হয়।
কোনো ফিল্ডের ডাটা শর্তসাপেক্ষে গ্রহন করার জন্য................Rule ব্যবহার করা হয়।
..................টাইপের ডাটার ওপর বিভিন্ন ধরনের গানিতিক অপারেশন করা যায়।
DCL এর পূর্ন নাম Data Catalog Language.
OLE -ফির্ডে ছবিজাতীয় ডাটা রাখা যায়।
ম্যাক্রো এক ধরনের বড় প্রোগ্রাম।
ডাটাকে A-Z অনুরূপ সাজালে বলা হয় অ্যাসেন্ডিং সর্ট।
ডাটাবেসের ইউনিক ডাটাকে ফরেন ‘কী’ বলে।
ফর্মে ডাটা এন্ট্রি করা যায় না।
কোয়েরির কাজে SQL ব্যাবহার করা যায়।
প্রোগ্রামে ব্যাবহৃত বিভিন্ন প্রকার চিন্হ ও প্রতিক গুলোকে অপারেটর বলে।
ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের আধার ।
Text box এর Prefix হিসেবে .txt যুক্ত হয়।
Varchar2 হলে Oracle ডাটাবেসের একটি অপারেটর।
Report তৈরী করা হয় ডাটা সুন্দরবাবে সাজিয়ে প্রিন্ট করার জন্য।
ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়?
টেবিলের সাহায্যে প্রকাশিত ডাটাবেসের এক একটি সারিকে বলা হয়-
ডাটাবেসে ছবি সংযোজন করার জন্য কোন পিল্ড ব্যাবহার করা হয়?
একটি রেকর্ড মুছে ফেলার কমান্ড কোনটি?
নিচের কোনটিকে Attributes বলা হয়।
নিচের কোনটি ডাটাবেস সফটওয়্যার নয়?
MS Access এ Report -তৈরী করা হয়-
কোনটি SQL এক্রপ্রেশন নয়?
Visual Basic -এ প্রোগ্রাম রান করলে Timer কন্ট্রোলটি-
Text ডাটা টাইপে সর্বোচ্চ অক্ষর সংখ্যা হচ্ছে-
QB-color -এ রং কয়টি?
দুটি ডাটা টেবিলের উবয়টিতে েএকাদিক ম্যাচিং রেকর্ড থাকলে তাকে বলা হয়-
ঢাকা বাংলাদেশের রাজধানী।
আমার বাবা একজন দক্ষ কারিগর।
রহিম রোজ স্কুলে যায়।
বৃষ্টি পড়ছে।
They ------------playing football.
My mother is-------honest woman.
Put -------the lamp.
Where do you live?
What is your father?
Which trade do you read in?
2016-জুলাই-ডিসেম্বর-অক্টোবর-ডিসেম্বর-79-ডাটাবেস প্রোগ্রামিং
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}