২। ৪টি Output Device -এর নাম লেথ।
উত্তরঃ মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রোজেক্টর।
৩। BIOS কী ?
উত্তরঃ কম্পিউটারের মাদারবোর্ডের Firmware chip -এর মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টিই হচ্ছে বায়োস (BIOS)। কম্পিউটারের কী-বোর্ড থেকে শুরু করে মাউস, ইউএসবি এবং অন্যান্য ইন্টিগ্রেটেড / নন- ইন্টিগ্রেটেড ডিভাইস সাপোর্ট করার জন্য প্রয়োজনীয় ড্রাইভারগুলো বায়োসেই লোড হয়। বুট-অর্ডারে অ্যাক্সেস করা, হার্ডডিস্ক ইনিশিয়ালাইজ করা, মনিটরে আউটপুট দেখানো-সহ আরো অনেক কাজ বায়োসের মাধ্যমেই হয়ে থাকে।
৪। CMOS -এর পূর্ণরূপ কী ?
উত্তরঃ Complementary Metal Oride Semiconductor.
৫। LED -এর পূর্নরূপ কী ?
উত্তরঃ LED -এর পূর্নরূপ হলো- Light-emitting-diode।
৬। অ্যাবাকাস কী ?
উত্তরঃ অ্যাবাকাস কাঠের তৈরি একটি গণনাকারী যন্ত্র। চীন এটিকে প্রথম তৈরি করে। প্রাচীন কালে গণনা করার জন্য এ যন্ত্রটি ব্যবহৃত হতো।
৭। পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয় ?
উত্তরঃ পাসওয়ার্ড হলো এক ধরনের তালা, যা ব্যবহারকারীর তথ্য, উপাত্ত ও সফটওয়ারের নিরাপত্তায় ব্যবহৃত হয়।
৮। সিস্টেম ইউনিট-এর প্রধান ২টি ইউনিট এর নাম লেখ।
উত্তরঃ মাদারবোর্ড ও প্রসেসর।
৯। OMR কী ?
উত্তরঃ অপটিক্যাল মার্ক রিকগনাইজার (Optical mark recognizer -এর সংক্ষিপ্ত রূপ হলোOMR । এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস। বিশেষ OMR শিটের র্ম্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে।
১০। এক জিবি সমান কয় মেগাবাইট ?
উত্তরঃ 1GB = 1024 MB.
১১। SATA ও PATA হার্ডডিস্ক -এর মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ Serial Advanced Technology Attachment ও Parallel Advanced Technology Attachment-এর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো--
SATA | PATA |
(i) ৭টি পিন আছে। | (i) ৪৪ টি পিন আছে। |
(ii) এটি দামে সস্তা। | (ii) এটি ব্যয়বহুল। |
(iii) ডাটা স্থানান্তর স্পিড সর্বোচ্চ। | (iii) ডাটা স্থানান্তর স্পিড তুলনামূলক কম। |
(iv) ক্যাবল সা্ইজ ছোট। | (iv) ক্যাবল সা্ইজ বড়। |
(v) এক্সটারনাল হার্ডডিস্ক ব্যবহৃত হয়। | (v) এক্সটারনাল হার্ডডিস্ক ব্যবহৃত হয় না। |
১২। Printer -এর কাজ কী ?
উত্তরঃ প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরনের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
১৩। Antivirus সফটওয়্যারের কাজ কী ?
উত্তরঃ অ্যান্টিভােইরাস (Antivirus) হলো এক ধরনের প্রোগ্রাম, যা কম্পিউটারকে ভাইরাস মুক্ত করে, কম্পিউটারের ভাইরাস বিশিষ্ট ফাইল বা প্রোগ্রাম ব্যবহারকালে সংকেত প্রদান করে এবং কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ হতে রক্ষা করে। মোটকথা কম্পিউটার ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যান্টিভােইরাস ভাইরাস ব্যবহার করা হয়।
১৪। মনিটর একটি .....................ডিভাইস।
উত্তরঃ আউটপুট
১৫। Database হচ্ছে ...................... সমাবেশ।
উত্তরঃ তথ্য বা উপাত্তের
১৬। Footer দিয়ে পৃষ্ঠার .................. লেখা যায়।
উত্তরঃ নাম্বার
২০। রো-কলামকে Freeze করা যায়.......................Program-এর মাধ্যমে।
উত্তরঃ Freeze panes
২৪। CD ROM-এর আরেক নাম .................... Drive.
উত্তরঃ Floppy
২৬। স্ক্যানার একটি ..............ডিভাইস।
উত্তরঃ ইনপুট
২৮। কম্পিউটার Virus এক ধরনের জীবানু।
উত্তরঃ “মি”
৩০। Windows-10 একটি Application Software.
উত্তরঃ “মি”
৩১। MS Excel Program এ Formula Bar থাকে।
উত্তরঃ “স”
৩২। pen Drive কে Optical Drive বলা হয়।
উত্তরঃ “মি”
৩৩। হার্ডডিস্ক একটি Processing Device
উত্তরঃ “মি”
৩৭। Binary একটি নম্বর পদ্ধতি।
উত্তরঃ “স”
৩৮। RAM কম্পিউটারের একটি পেরিপফরাল যন্ত্র
উত্তরঃ “মি”
৩৯। নিচের কোনটি CPU -এর অংশ নয়।
(ক) alu (খ)Mouse (সঠিক)
(গ) ROM (ঘ)CU
৪০। ROM একটি___
(ক) সেকেন্ডারি মেমরি (খ) স্থায়ী মেমরি (সঠিক)
(গ) অস্থায়ী মেমরি (ঘ) Flash মেমরি
৪১। Copy কী-বোর্ড কমান্ড ____
(ক) Ctrl+Z (খ) Ctrl+V
(গ) Ctrl+C (সঠিক) (ঘ) Ctrl+P
৪২। কোনটি Spread Sheet প্রোগ্রাম।
(ক) Word Parfect (খ) MS Excel (সঠিক)
(গ) MS Access (ঘ) Photo-Shop
৪৩। Print করার কী-বোর্ড কমান্ড.....
(ক) Ctrl+C (খ) Ctrl+P (সঠিক)
(গ) Ctrl+n (ঘ) Ctrl+v
৪৪। কোনটি Presentation Software ?
(ক) MS Word (খ) Lotus
(গ) MS Power Point (সঠিক) (ঘ) MS Assess
৪৫। DOS একটি.................
(ক) Application Software (খ) Operating System (সঠিক)
(গ) Printing Software (ঘ) Utility Software
৪৬। Calculator Software কোথায় থাকে ?
(ক) Taskbar and Start Menuতে (সঠিক) (খ) Format Menu তে
(গ) Taskbar এ (ঘ) My Document এ
৪৭। Recycle Bin থাকে.......
(ক) Insert Menuতে (খ) Taskbar এ
(গ) Desktop এ (সঠিক) (ঘ) My Document এ
৪৮। নিচের কোনটি ROM-এর বৈশিষ্ঠ্য ?
(ক) Read Only Memory (খ) শুধুমাত্র Data পড়া যায় (সঠিক)
(গ) বিদ্যুৎ চলে গেলে Data মুছে যায় (ঘ) নির্মানের সময় এতে Data লিখে দেয়া যায়
৪৯। গাটার হলো..........
(ক) পৃষ্ঠার উপরের অংশের Title (খ) পৃষ্ঠার নিচের অংশের Title
(গ) পৃষ্ঠার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা (সঠিক) (ঘ) পৃষ্ঠার মাঝের অংশের
৫০। (111001) 2-এর Hexa Decimal -এ প্রকাশ -
(ক) E1 (খ) 39 (সঠিক)
(গ) 3B (ঘ) 93
৫১। What do you live in ?
Ans: I live in Dhaka.
৫২। How old are you ?
Ans: I am twenty-five yours old.
৫৩। What is your aim in life?
Ans: My aim in life is to be an engineer.
৫৪। আমার মা একজন গৃহিণী।
Ans: My Mother is a Housewife.
৫৫। বাদশাহ গতকাল বাড়ি গেল।
Ans: Badsha went home yesterday.
৫৬। ঢাকা বাংলাদেশের রাজধানী।
Ans: Dhaka is the Capital of Bangladesh.
৫৭। সে গত বৃহস্পতিবার হতে জ্বরে ভুগছে।
Ans: He has been suffaring from fever since Thursday last.