২। Header কী ?
উত্তর: প্রতিটি পৃষ্ঠার মার্জিনের উপরের অংশই হলো হেডার।
৩। Operating System-এর কাজ কী ?
উত্তর: Operating System কম্পিউটারের Hardwareকে সচল করে এবং Hardware এবং software -এর মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে।
৪। Computer virus কী ?
উত্তরঃ কম্পিউটারের পরিভাষায় ভাইরাস শব্দের পূর্ণরূপ - Virus Information Resources Under Seize যার অর্থ গুরুত্বপূর্ণ কম্পিউটারের ফাইল গুলো বাজেয়াপ্ত করা। কম্পিউটার Virus কম্পিউটারের ফোল্ডারগুলোকে নষ্ট করে ফেলে।
৫। একটি ই-মেইল অ্যাড্রেস ্এর গঠন লেখ।
উত্তর: UserId@yahoo.com অথবা, UserId@yahoo.com, যার সাধারণ format হলো Username@domainname.com
৬। Primary Key কী ?
উত্তর: প্রাইমারি-কী (Primary Key)ঃ Primary Key এমন একটি Key, যা এককভাবে শনাক্ত করা যায় কোনো Table এর কোনো Field-এ Primary Key Set করে ফিল্ডটিকে স্বতন্ত্র করা হয় অর্থাৎ এই ফিল্ড-এর মান একক হবে।
৭। File ও Folder কী?
উত্তরঃ ফাইল (File)| যখন কোনো Document -কে নাম দিয়ে সংরক্ষণ করা হয় এবং তার এক্সটেনশন থাকে, তখন তাকে File বলে।
ফোল্ডার (Folder)ঃ ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তা ছাড়া ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, একে সাব-ফোল্ডার বলে।
৮। MS-Power Point কোন ধরনের সফটওয়্যার ?
উত্তরঃ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত একটি শক্তিশালী প্রেজেন্টেশন সফটওয়্যার।
৯। Footnote কী ?
উত্তরঃ প্রতিটি পৃষ্ঠার নিচে টীকা লেখা হলো ফুটনোট।
১০। দুটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যারের -এর নাম লেখ ?
উত্তরঃ দুটি Browser Software -এর নাম নিম্নরূপ- (ক) গুগল ক্রোম, খ. মোজিলা ফায়ার ফক্স
১১। BIOS কী ?
উত্তরঃ Basic Input Output System -এর সংক্ষিপ্ত রূপকেই BIOS বলা হয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।
১২। Home Page কী ?
উত্তরঃ হোম পেজ (Home Page)ঃ একটি ওয়েব পেজ-এর প্রাথমিক বা প্রধান পেজ হচ্ছে হোম পেজ। ওয়েব পেজের সব ধরনের সংক্ষিপ্ত বিবরণ থাকে এই হোম পেজে।
১৩। Mail Merge বলতে কী বুঝায় ?
উত্তরঃ একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প পরিসরে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে। অর্থাৎ একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হলো মেইল মার্জ।
১৪। LAN -এর পূর্নরূপ কী ..................।
উত্তরঃ Local Area Network
১৫। Google একটি ..................।
উত্তরঃ ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
১৭। Primt করার Keyboard কমান্ড হলো...............।
উত্তরঃ Ctrl+P
১৮। A4 Size কাগজের দৈর্ঘ্য................ইঞ্চি ও প্রস্থ.............. ইঞ্চি।
উত্তরঃ ১১.৬৯ ইঞ্চি ও প্রস্থ ৮.২৭ ইঞ্চি
২১। Windows একটি .................সফটওয্যার।
উত্তরঃ সিস্টেম
২২। 1TB________GB.
উত্তরঃ 1024
২৩। Recycle bin -এ ...........ফাইল জমা থাকে।
উত্তরঃ Delete কৃত
২৪। File-এর নামের শেষ অংশকে .............বলা হয়।
উত্তরঃ এক্সটেনশন
২৫। মেমরির একক হচ্ছে.................।
উত্তরঃ বাইট
২৮। Google একটি Operating System-এর নাম।
উত্তরঃ “মি”
৩১। Save -এর Keyboard Command হলো Ctrl=X.
উত্তরঃ “মি”
৩২। ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশ বিশেষ।
উত্তরঃ “স”
৩৫। বিজয় একটি বাংলা ফন্টের নাম।
উত্তরঃ “মি”
৩৬। Report-এর কাজ হলো File-কে প্রদর্শন করা।
উত্তরঃ “মি”
৩৭। RAM একটি স্থায়ী মেমরি।
উত্তরঃ “মি”
৩৮। Test Alignment মূলত চার প্রকার।
উত্তরঃ “স”
৩৯। Keyboard -এ Ctrl key -এর সংখ্যা কয়টি।
(ক) ২টি √ (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
৪0। File Close-এর Keyboard Command কোনটি ?
(ক) Ctrl+O (খ) Ctrl+W √
(গ) Alt+ O (ঘ) Ctrl+F4
৪১। একটি ফিল্ডের নাম লেখতে সর্ব্বোচ কয়টি Character ব্যবহৃত হয় ?
(ক) ৪০টি (খ) ৩৩ টি
(গ) ২১ টি (ঘ) ৬৪ টি √
৪২। Print -এর Keyboard Command কোনটি ?
(ক) Ctrl+c (খ) Ctrl+p √
(গ) ctrl+ X (ঘ) Ctrl+N
৪৩। CPU
(ক) Control Processing Unit (খ) Central Processing Unit √
(গ) Central Procurement Unit (ঘ) Control Procurement Unit
৪৪। নিচের কোনটি Internet Connectivity-এর নাম নয় ?
(ক) Dial up (খ) Bradband
(গ) Wireless (ঘ) Yahoo √
৪৫। MS-Access-এ Database File -এর File Extension কোনটি?
(ক) .doc (খ) .mob
(গ) .mdb √ (ঘ) .dbb
৪৬। নিচের কোনটির Absolute cell address ?
(ক) $B$20 √ (খ) SB20
(গ) B20 (ঘ) XB20
৪৭। MS-Excel-এ একাধিক Cell-কে একত্রিত করাকে কী বলে ?
(ক) Add (খ) Join
(গ) Merge √ (ঘ) Union
৪৮। নিচের কোনটি বাংলা সফটওয়্যার ?
(ক) বিজয় (খ) অভ্র
(গ) প্রশিক্ষক (ঘ) সবগুলো √
৪৯। ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়।
(ক) File (খ) Record
(গ) Fieid √ (ঘ)Table
৫0। Text Alignment মূলত কয় প্রকার ?
(ক) ২ প্রকার (খ) ৩ প্রকার
(গ) ৪ প্রকার √ (ঘ) ৫প্রকার
৫১। What is your citizenship ?
Ans: I belong to Bangladashi citizenship.
৫২। Why 21st February memorabie?
Ans: 21st February is memorabie because on that day our martyr brothers of the Language Movement sacrificed their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952.
৫৩। আমার বাবা একজন চাকরিজীবী।
Ans: My father is a govement employee.
৫৪। বৃষ্টি পড়ছে।
Ans: It is raining.
৫৫। তুমি কি ভাত খেয়েছ?
Ans: Have You eaten rice?
৫৬। তুমি কি গতকাল ইনিস্টিটিউটে গিয়েছিলে?
Ans: Did you go to the intitute yesterday.
৫৭। আমি এক মাস যাবৎ জ্বরে ভুগছি।
Ans: I have been Suffering from fever for a week.