২. কম্পিউটার মেমরি কী?
মেমরি হলো স্মৃতি বা তথ্য ধরে রাখার স্থান । এখানে তথ্য সংরক্ষণ করে রাখা যায়।
৩. কাজের ধরন ও প্রকৃতির উপর ভিত্তি করে কম্পিউটারকে কয়ভাগে ভাগ করা যায়?
তিন ভাগে ভাগ করা যায়।
৪. বিট ও বাইট কী?
বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 0 (শূন্য) এবং ১ (এক) - কে বিট বলে।
বাইটঃ আট বিটে এক বিট বলে হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোন বর্ণ অঙ্ক বা বিষেশ চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে।
৫. রিসাইকেল বিন কী?
রিসাইকেল বিন হলো অপ্রয়োজনীয় ডিলিট কৃত ডাটা সংরক্ষিত রাখার একটি ফোল্ডার । এখান থেকে ডিলিটকৃত ডাটা পুনরায় ফিরিয়ে নেয়া যায়।
৬. ফোল্ডার তৈরি করা হয় কিভাবে?
Mouse এর Right বাটন ক্লিক New ক্লিক Folder - এ ক্লিক করে, Folder এর নাম দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে ।
৭. System Software কী?
যে সফটওয়্যার হার্ডওয়্যারসমূহকে সচল করে এবং তাদের পরিচালনায় সহযোগিতা প্রদান করে, সেই সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার বলে।
৮. ফরম্যাট পেইন্টারের কাজ কী?
টেক্সট বা গ্রাফিক্সের একাধিক অংশ রং ফন্ট স্টাইল এবং সাইজ বা বর্ডার স্টাইলের মতো একই ফরম্যাাটং দ্রুত প্রয়োগ করতে ফরম্যাট পেইন্টার ব্যবহার করা হয়।
৯. ওয়ার্কবুক কী?
মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টেকে বলা হয় ওয়ার্কবুক। যখন প্রোগাম রান করা হয় তখন একটি খালি ওয়ার্কবুক কাজের জন্য তৈরি থাকে। একটি ওয়ার্কবুকে এক বা একাধিক ওয়ার্কশিঠ থাকতে পারে।
১০. SSD এর পূর্ণরূপ কী?
Solid State Drives.
১১. দুটি সার্চ ইঞ্জিনের নাম লেখ?
দুটি জনপ্রিয় Scerch Engine হলো - (i) Google (ii) Yahoo.
১২. স্লাইড কী ?
পাওয়ার পয়েন্ট এর Presentation - এর (একটি ফাইলে) এক বা একাধিক পৃষ্ঠা থাকে । প্রতিটি পৃথক পৃষ্ঠাকে Slide (স্লাইড) বলে।
১৩. ফরেন কী কাকে বলে?
একটি Table এর প্রাইমারি কী যখন অন্য Table-এর কোন Key এর সাথে রিলেশন তৈরি করে, তখন অন্য Table- এর সেই key- কে Foreign Key বলে । অর্থাৎ Primary Key যার সাথে রিলেশন সৃষ্টি করে সেই- Key হলো Foreign Key
১৮. VIRUS শব্দের পূর্ণরূপ হলো .............।
Vital Information Resources Under Seize
২০. লিগ্যাল কাগজের সাইজ দৈর্ঘ্য ......... ও প্রস্থ .........।
দৈর্ঘ্য 14" এবং প্রস্থ 8.½"
২৬. BIOS এর পূর্ণরূপ
Basic Input - Output System
৩৯. ডেক্সটপের আইকন নয় কোনটি?
(ক)My Computer (খ) My Document
(গ) Recycle Bin (ঘ) My File √
৪০. হিসাবসংক্রান্ত সফটওয়্যার কোনটি ?
(ক) PC DOS (খ) MS Access
(গ) MS Word (ঘ) MS Excel √
৪১. বিজয় ক্লাসিক চালু করতে কী- বোর্ডের কোন কী চাপতে হয় ?
(ক)Ctrl + B (খ) Ctrl + C
(গ) Ctrl + Alt + B √ (ঘ) Ctrl +Alt +V
৪২. পেন ড্রাইভ একটি -?
(ক) Input Device √ (খ) Input/Output Device
(গ) Output Device (ঘ) উল্লিখিত কোনোটিই নয়
৪৩. কত বাইট = ১ কিলোবাইট?
(ক) ১০৪৪ বাইট (খ) ১০২৫ বাইট
(গ) ১০২৪ বাইট √ (ঘ) ১০৪০ বাইট
৪৪. প্রিন্ট এর কী বোর্ড কমান্ড কোনটি?
(ক) Ctrl +W (খ) Ctrl +O
(গ) Ctrl +P √ (ঘ) Ctrl + N
৪৫. Undo এর কী বোর্ড কমান্ড কোনটি ?
(ক) Ctrl + Y (খ) Ctrl + Z √
(গ) Ctrl +W (ঘ) Ctrl +O
৪৬. কোনটি লজিক্যাল Function ?
(ক) =IF √ (খ) =Sum
(গ) =Avg (ঘ) = MOD ( )
৪৭. নিচের কোনটি সহায়ক মেমোরি নয়?
(ক) Pen Drive (খ) CD Disk
(গ) Hard Disk (ঘ) Rom √
৪৮. A4 Size এর কাগজের মাপ বা পরিমাপ কোনটি?
(ক) 8.26" × 11.67" (খ) 8.27" × 11.69" √
(ক) 8.30" × 11.50" (ক) 8.5" × 14.00"
৪৯. WWW এর পূণৃরূপ কী?
(ক) Word Wide Web √ (খ) Word Wide Wen
(গ) Word Web Wide (ঘ) Word Wide Wand
৫০. ৪১ দশমিক সংখ্যার বাইনারি কোনটি?
(ক) (১০১০১০)২ (খ) (১০১০০১)২
(গ) (১১০১০১)২ (ঘ) (১০১১০১)২
৫১. What is your Nationality?
It Is Bangladeshi.
৫২. How Many Seasons in Bangladesh?
There are six seasons in bangladesh.
৫৩. সূর্য পূর্বদিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়।
The sun rises in the east and sets in the west.
৫৪. গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে
It is Drizzling .
৫৫. করিম পাঁচ বছর যাবৎ এই স্কুলে অস্ত যায়।
Karim has been reading in this school for five years.
৫৬. গনি মিঞা একজন গরিব কৃষক
Gani miah is a poor farmer.
৫৭. ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল
The patient had died before the doctor came.