২. Mail merge বলতে কী বুঝায়?
একই চিঠি মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে। অর্থাৎ একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হলো মেইল মার্জ ।
৩. এক টেরাবাইট সমান কত গিগাবাইট?
1024 গিগাবাইট ।
৪. Excel ও PowerPoint এর তথ্য সংরক্ষণ করার পর কোন ফাইল এক্সটেনশন পাওয়া যায়?
Excel- এর এক্সটেনশনগুলো হলো- .xlm, .xls, .xla ইত্যাদি
PowerPoint- এর এক্সটেনশনগুলো হলো- .ppt, pptx, .pot ইত্যাদি
৫. Header কী?
প্রতিাট পৃষ্ঠার মার্জিনের উপরের অংশই হলো হেডার।
৬. ই- মেইলের ক্ষেত্রে CC ও BCC কী?
CC এর পূর্ণরূপ কার্বন কপি এবং BCC এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি। CC এর মাধ্যেমে কোনো মেইল প্রেরণ করলে সেখানে সেন্ডারের ই-মেইল অ্যাড্রেস শো করবে । কিন্তু BCC এর মাধ্যেমে কোন ই-মেইল প্রেরণ করলে সেখানে প্রেরকের অ্যাড্রেস শো তরবে না ।
৭. Replication এর কাজ কী ?
Table এর ছায়া Table তৈরির জন্য সাধারণত ব্যবহৃত হয়ে থাকে ।
৮. Database কী ?
শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোন সম্পর্কিত বিষয়ের উপর ব্যপক তথ্য বা উপাত্তের সমাবেশ। অথবা ডাটাবেস বলতে ত্যথের সমাবেশ বা ভান্ডারকে বুঝায়।পরস্পর সম্পর্কযুক্ত ত্যথকে বলা হয় ডাটাবেস।
৯. Ms Excel এর দুই প্রকার Chart- এর নাম লেখ?
Ms Excel তৈরি করা যায় এমন কয়েকটি Chart/graph হলো - (i) কলাম (ii) পাই (iii) বার (iv)লাইন ইত্যাদি
SQL -এর তিনটি ক্লোজ লেখ
(i) SELECT (ii) FROM (iii) WHERE
১২. A5 হতে A20 পর্যন্ত সেলগুলো হতে সর্বোচ্চ সংখ্যাটি নির্ধারণের MS-Excel ফাংশনটি লেখ।
A5 হতে A20 পর্যন্ত সেলগুলো হতে সর্বোচ্চ সংখ্যাটি নির্ধারণের MS-Excel ফাংশনটি -
=Max (A5 : A20)
১৩. প্লটার কী কাজে ব্যবহার করা হয়?
প্লটার প্রিন্ট করার কাজে ব্যবহার করা হয়
১৫. PCI এর পূর্ণরূপ হচ্ছে .........।
Peripheral Component Interconnect
১৯. HTML এর পূর্ণরূপ হলো ...........।
Hyper Text Markup Language.
২০. লগারিদম সারণি তৈরি করেন ..........।
জন নেপিয়ার
২২. A1 হতে D1 Cell- গুলোর যোগফলের সূত্র হলো ..........।
=Sum (A1 : D1)
২৩. MS PowerPoint একটি ......... সফটওয়্যার ।
Presentation
২৪. অভ্র একটি ............. প্রোগাম ।
বাংলা টাইপিং
২৬. HTML এর পূর্ণরূপ হলো ..............।
Hyper Text Markup Language
MS access এ print ফাইলকে কী বলে।
Document Print
Report √ Slide
কোনটি সহায়ক মেমরি নয়।
HDD FDD
CD Cache √