2023-জুলাই-সেপ্টেম্বর অফিস অ্যাপ্লিকেশন বোর্ড প্রশ্নপত্রের সমাধান

Share This Post

একই চিঠি মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে। অর্থাৎ একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হলো মেইল মার্জ ।

Excel- এর এক্সটেনশনগুলো হলো- .xlm,   .xls,    .xla  ইত্যাদি

PowerPoint-  এর এক্সটেনশনগুলো হলো- .ppt,   pptx,   .pot  ইত্যাদি

প্রতিাট পৃষ্ঠার মার্জিনের উপরের অংশই হলো হেডার।

CC এর পূর্ণরূপ কার্বন কপি এবং BCC   এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি। CC এর মাধ্যেমে কোনো মেইল প্রেরণ করলে সেখানে সেন্ডারের ই-মেইল অ্যাড্রেস শো করবে । কিন্তু BCC  এর মাধ্যেমে কোন ই-মেইল প্রেরণ করলে সেখানে প্রেরকের অ্যাড্রেস শো তরবে না ।

Table এর ছায়া Table তৈরির জন্য সাধারণত ব্যবহৃত হয়ে থাকে ।

শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে  কোন সম্পর্কিত বিষয়ের উপর ব্যপক তথ্য বা উপাত্তের সমাবেশ। অথবা ডাটাবেস বলতে ত্যথের সমাবেশ বা ভান্ডারকে বুঝায়।পরস্পর সম্পর্কযুক্ত ত্যথকে বলা হয় ডাটাবেস।

Ms Excel তৈরি করা যায় এমন কয়েকটি Chart/graph হলো - (i) কলাম (ii) পাই  (iii) বার (iv)লাইন ইত্যাদি

A5 হতে A20 পর্যন্ত সেলগুলো হতে সর্বোচ্চ সংখ্যাটি নির্ধারণের MS-Excel ফাংশনটি -

=Max (A5 : A20)

প্লটার প্রিন্ট করার কাজে ব্যবহার করা হয়

Document                Print

Report  √                    Slide

HDD                            FDD

CD                                Cache  √

No Content

Discover more from Basic Trade Course | Bangladesh Technical Education Board |

Subscribe to get the latest posts sent to your email.

More To Explore

Bteb Notice
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ

জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (৩৬০ ঘন্টা) শিক্ষাক্রমের জানুয়ারি-জুন, ২০২৫ (৬ মাস মেয়াদি) শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা বৃদ্ধি

bteb notice
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ

2025-এপ্রিল-জুন (৩ মাস মেয়াদি) শিক্ষাবর্ষে জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (৩৬০ ঘন্টা) শিক্ষাক্রমের ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি