বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (360 ঘণ্টা) শিক্ষাক্রমের জানুয়ারি-জুন-2025 (6 মাস মেয়াদী) শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিম্নোক্ত বর্ধিত সময়সূচি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জানুয়ারি-জুন, 2025 (6 মাস মেয়াদী)
ডাটা এন্ট্রি সময় : 21-04-2024 থেকে 30-04-2024 পর্যন্ত ।
পেমেন্ট ও রেজিস্ট্রেশন : 21-04-2024 থেকে 30-04-2024 পর্যন্ত ।
ফাইনাল লিস্ট ও রেজিঃ কার্ড প্রিন্ট : 10-05-2024 থেকে 31-05-2024 পর্যন্ত।
রেজিঃ কার্ড A4 সাইজ (100gsm) অফসেট কাগজে রঙিন প্রিন্ট করতে হবে।