2010-অক্টোবর-ডিসেম্বর-জুলাই-ডিসেম্বর-79-ডাটাবেস প্রোগ্রামিং

কোয়ারি (Query) বলতে কি বুঝায় ?
SQL এর পূর্নঅর্থ কী?
RDBMS এর পূর্ণনাম কী?
MS Access এ Student টেবিল থেকে Name,City,Address ও Salary দেখার জন্য SQL কমান্ড লেখ।
MS Access-এ Salary Field-এ ৫০০০ থেকে ১৫০০০ এর মাঝে বেতন/ভ্যালু এন্ট্রি করতে কোন প্রপার্টিতে কী Expression লিখতে হবে?
OLE এর পূর্ণনাম কী?
Oracal-এ Table delete করার কমান্ড লেখ।
Oracle-এ set operation-এ Interest এর কাজ কী?
For..............Next লুপ ব্যাবহার করে ১ থেকে ১০০ পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল বের করার প্রোগ্রাম লেখ।
Visual Basic-এ BOF দিয়ে কি বুঝায়?
দুটি টেবিলের মাঝে রিলেশন করতে Foreign Key ব্যাবহৃত হয়।
পৃথিবীর প্রথম প্রোগ্রামার হলেন লেডি বায়রন।
Query এর সাহায্যে টেবিল তৈরী করা যায়।
Attributes বুঝাতে উপবৃত ব্যাবহৃত হয়।
ভাগ করার পর ভাগমেষ বের করার জন্য Mod ফাংশন ব্যাবহৃত হয়।
আ্যাক্রেসে মেনি টু ওয়ান রিলেশন তৈরী করা যায়।
ব্যাংকের হিসেব রাখার জন্য ডাটাবেস ব্যাবহৃত হয়।
আপডেট কোয়েরি (Query) এর সাহায্যে কোন টেবিলের ডাটা পরিবর্তন করা হয় না।
ওরাকল-এ Replace নামক ফাংশন রয়েছে।
AVG একটি Group Function.
Array ভেরিয়েবল কাকে বলে?
Relation কাদের মাঝে ঘটে?
MS Access-এ কয়েকটি বেসিক ডাটা টাইপ হলো-
কোনটি ডাটাবেস ফাইল?
কোন ফিল্ডকে প্রাইমারী “কী” করা হলো-
Report File-এ Print Preview অবস্থায় সম্ভব নয়-
Bang. ও Eng. বিষয়ে আলাদাভাবে পাশ নম্বর (৪০) বা এর চেয়ে বেশি পেলে Total ফিল্ডে ঐ দুবিষয়ের নম্বর যোগ হবে।এজন্য MS-Access Query Expression হবে-
Visual Basic কোন ধরনের প্রোগ্রাম?
ভিজুয়াল বেসিক চলাকালে কন্ট্রোলের মাধ্যমে সংঘটিত ক্রিয়াকে কী বরে?
Oracal এ Set Operation কয় প্রকার?
SQL ল্যাংগুয়েজকে_____ভাগে ভাগ করা হয়েছে।
ফক্রপ্রো একটি_____প্রোগ্রাম।
______সালে বেসিক ভাষা আবিষ্কার হয়।
এমএস অ্যাক্রেল_______ নামক কোম্পানির তৈরী।
ভিজুয়াল বেসিক চলাকালে কন্ট্রোলের মাধ্যমে সংঘটিত ক্রিয়াকে _______ বলে।
ভিজুয়াল বেসিকে ব্যাবহৃত Text Box এর Prefix হল _______।
অ্যালগরিদম এর চিত্ররূপকে ______ বলে।
প্রোগ্রামকে এক বা একাধিক Statement-এ একটি নির্দিষ্ট Condition মিথ্যা না হওয়া পর্যন্ত প্রোগ্রাম চালানোর জন্য ________লুপ ব্যাবহৃত হয়।
যে এট্রিবিউটের প্রতিটি মান ভিন্ন ভিন্ন হয়, তাকে________বলে।
ডাটাবেসে ছবি বা অন্য ফাইল সংযোজন করা হয়_________ডাটা টাইপে।
Who are you?
Where do you live?
How old are you?
What is your favourite food?
what do you do after training?
We stayed in________hotel near the city center.
He is a _______ citizen.
Do you get up early_______the morning?
I can't ______tennis very well.
She begins class ______nine in the evening.
2010-অক্টোবর-ডিসেম্বর-জুলাই-ডিসেম্বর-79-ডাটাবেস প্রোগ্রামিং
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}