Basic Trade Course | Bangladesh Technical Education Board |

১।একটি একমাত্রিক অ্যারের উদাহরণ কোনটি?

(ক)int [5]

(খ)int [5],[9]

(গ)Float salary [5],[50]

(ঘ)niton [1],[1]

উত্তরঃ(ক)int [5]

২।/n ব্যবহৃত হয়-

(ক)কার্সর একঘর সামনে নেয়ার জন্য

(খ)কার্সর পরের লাইনে নেয়ার জন্য

(গ)কার্সর একঘর পেছনে নেয়ার জন্য

(ঘ)নতুন লাইন সৃষ্টির জন্য

উত্তরঃ(খ)কার্সর পরের লাইনে নেয়ার জন্য

৩।ভিজ্যুয়াল বেসিক একটি-

(ক)ইন্টারপ্রিটার

(খ)কম্পাইলার

(গ)ডিবাগার

(ঘ)লোডার

উত্তরঃ(খ)কম্পাইলার

৪।কমান্ড নির্বাহ করার জন্য ব্যবহৃত হয়-

(ক)চেক

(খ)রেডিও বাটন

(গ)কম্বো

(ঘ)কমান্ড বাটন

উত্তরঃ(ঘ)কমান্ড বাটন

৫।Main function কীভাবে লিখতে হয়?

(ক)main ( )

(খ)Main

(গ)MAIN ( )

(ঘ)mAin ( )

উত্তরঃ(ক)main ( )

৬।Variable declare করার সময় একই নাম কয়বার ব্যবহার করা যায়?

(ক)একবার

(খ)দু’বার

(গ)তিনবার

(ঘ)চারবার

উত্তরঃ(ক)একবার

৭।exe ফাইল কোথায় তৈরি হয়?

(ক)C:\Temp

(খ)F:\Temp

(গ)d:\Temp

(ঘ)e: \ Temp

উত্তরঃ(ক)C:\Temp

৮।প্রকৃত সংখ্যা নিয়ে কাজ করতে হলে কোন Variable এ declare করতে হয়?

(ক)float

(খ)char

(গ)int

(ঘ)double type

উত্তরঃ(গ)int

৯।স্কীন পরিষ্কার করার জন্য কোন Function টি ব্যবহৃত হয়?

(ক)main ( )

(খ)clrser ( )

(গ)Printf ( )

(ঘ)getch ( )

উত্তরঃ(খ)clrser ( )

১০।নিচের কোন Variable declaration টি সঠিক?

(ক)1 st year

(খ)১ year

(গ)year 1

(ঘ)One year

উত্তরঃ(গ)year 1

১১।C প্রোগ্রামের সাহায্যে গ্রাফিক তৈরি করা যায় না।

উত্তরঃমিথ্যা।

১২।ভিজ্যুয়াল বেসিকের সাহায্যে সহজে ডেটাবেজ ম্যানেজ করা যায়।

উত্তরঃসত্য।

১৩।একই ফাংশন বারবার ”কল” করাকে রিকার্সন ফাংশন বলা হয়।

উত্তরঃসত্য।

১৪।কমান্ড বাটনের অ্যারে তৈরি করা যায় না।

উত্তরঃসত্য

১৫।>- একটি লজিক্যাল অপারেটর।

উত্তরঃসত্য।

১৬।printf( ) হল একটি লাইব্রেরী ফাংশন।

উত্তরঃসত্য

১৭।মেমোরি হল একটি Electronic device ,যা কতগুলো Cell এর সমষ্টি।

উত্তরঃসত্য

১৮।এক Instruction থেকে অন্য instruction পৃথক করতে সেমিকোলন (;) ব্যবহৃত হয়।

উত্তরঃসত্য।

১৯।C তে কোন এক বা একাধিক Statement একটি নির্দিষ্ট বার পর্যন্ত কাজ করতে for loop ব্যবহৃত হয়।

উত্তরঃসত্য।

২০।৩ (তিন) ধরনের কাজে function এর সাথে Printer ব্যবহৃত হয়।

উত্তরঃসত্য।

২১।কোন ফাংশন কী (Key) চেপে ভিজুয়্যাল বেসিক প্রোগ্রাম রান করা হয়?

উত্তরঃF9

২২।if statement এর ফরমেট লেখ।

উত্তরঃif(condition)statement.

২৩।% অপারেটর দিয়ে কী নির্ণয় করা যায়?

উত্তরঃ if(condition)statement.

২৪।printf( ) কোন ধরনের ফাংশন।

উত্তরঃলাইব্রেরী ফাংশন।

২৫।for loop কয়টি অংশ নিয়ে কাজ করে?

উত্তরঃ এক বা একাধিত স্টেটমেন্ট নিয়ে কাজ করে।

২৬।C কোন ধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?

উত্তরঃউচ্চ স্তরের।

২৭।ভিজ্যুয়াল বেসিকে তৈরি করা প্রোগ্রাসকে কী বলে?

উত্তরঃProject.

২৮।প্রোগ্রামের ক্রটি সংশোধনের পদ্ধতিকে কী বলে?

উত্তরঃডিবাগিং

২৯।প্রোগ্রামে Go To Statement কেন ব্যবহৃত হয়?

উত্তরঃনির্দিষ্ট কোন লাইনে যাওয়ার জন্য।

৩০।ভেরিয়্যাবল এর নাম হিসেবে কেন Keyword ব্যবহার করা যায় না?

উত্তরঃখালি জায়গা রাখা যাবে না।

৩১।++x ;statement x এর মান কে………………করে।

উত্তরঃ১ যোগ।

৩২।go to একটি…………..ব্রাঞ্চিং Statement .

উত্তরঃশর্তযুক্ত।

৩৩।একটি মাত্র function নিয়ে গঠিত Statement কে ……….বলে।

উত্তরঃfor loop.

৩৪।for loop………….অংশ নিয়ে কাজ করে।

উত্তরঃএক বা একাধিক।

৩৫।কোন Progrm কে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে………………. বলে।

উত্তরঃমডিউল

৩৬।C তে কোন function এর ………….অংশ আছে।

উত্তরঃ২টি

৩৭।প্রোগ্রামে দুটো বিটকে যোগ করার জন্য…………..ব্যবহৃত হয়।

উত্তরঃ&&

৩৮।মেমোরি cell এর জন্য প্রোগ্রামের দেয়া নামকে……………… বলে।

উত্তরঃমেমোরি অ্যাড্রেস

৩৯।বিশেষ প্রয়োজনে সাজানো কতগুলো বর্ণ ও অঙ্কের সমষ্টিকে ………….. বলে।

উত্তরঃসর্টিং

৪০।C দিয়ে যে কোন সমস্যা সমাধান করা যায় বলে একে………..বলে।

উত্তরঃসার্বজনীন প্রোগ্রাম।

41.The coloue of his eyes is/are/blue.

Ans.are

42.I, you and habib is / are /guilty

Ans.are

43.This news is/are/false.

Ans.is

44.Every boy ,every girl and every child is/are/welcomed.

Ans.are

45.Each biy and every boy have/has/a pen.

Ans.have

46.Mr.Joy is…..historian.

(a)the

(b)a

(c)an

(d)No one

Ans: (c)an

47.S.M.Akmal Hossain is………….Aircraft………..Engineer.

(a)the

(b)a

(c)an

(d)No one

Ans: (c)an

48.Never tell………….lie.

(a)a

(b)the

(c)an

(d)No one

Ans: (a)a

49.The man is going to…………….mosque for rest a while.

(a)the

(b)an

(c)a

(d)No one

Ans: (a)the

50.My mother reads ………… holy Quran.

(a)a

(b)an

(c)the

(d)No one

Ans: (c)the

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PHP Code Snippets Powered By : XYZScripts.com