2014-জুলাই-সেপ্টেম্বর-76/16-কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বোর্ড প্রশ্ন সমাধান ও অনলাইন পরীক্ষা

Share This Post

MS Word 2003 এ Font Size পরিবর্তন করতে কোন টুলবারে যেতে হবে ?
মেমোরি প্রধানত কত প্রকার ?
১ গিগাবাইটে কতো কিলোবাইট ?
কতগুলো সেলকে একত্রিত করাকে বলে-
বিজয় চালু করতে চাপতে হয়-
G5 থেকে G50 পর্যন্ত যোগ করার ফাংশন-
A1 থেকে বড় B1 থেকে ছোট প্রকাশ করতে ব্যাবহৃত হয়-
Relational Data base এ সর্বনিম্ন ফাইল সংখ্যা-
Data base Table এ প্রয়োজন মতো ডিজাইন করতে ব্যাবহৃত হয়-
Power Point এ স্লাইড শো করতে কী চাপতে হবে ?
প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক।
RAM একটি স্থায়ী মেমোরি।
বর্তমানে এ্যাপল কম্পিউটারে ব্যাবহৃত অপারেটিং সিস্টেসের নাম Windows-8
হেক্রাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ১৬টি।
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরীকৃত ফাইলকে ডকুমেন্ট বলে।
লিগ্যাল পেপারের মাপ দৈর্ঘ্য ১৩ ইন্ঞি এবং প্রস্থ ৮.৫ ইন্ঞি।
=IF যুক্তিমুলক ফর্মুলা বাক্যটি মিথ্যা।
Cut করার কী-বোর্ড কমান্ড Ctrl +X
কতগুলো সম্পর্কযুক্ত Record এর সমষ্টিই হলো টেবিল।
Power Point এ Custom Animation সেট করা যায় না।
’ক্ষ’ লেখতে কী বোর্ড থেকে ইংরেজী কোন কোন ‘কী’ চাপতে হবে ?
Slide Animation প্রদর্শন করার কমান্ড কী ?
Slide এ ডিজাইন টেমপ্লেট ব্যাবহারের সুবিধা কী ?
একটি Antivirus সফটওয়্যার এ দুটি Input Device এর নাম লেখ।
ফাইল মেন্যুর পাঁচটি কমান্ড লেখ।
W.W.W এর পূর্ণরূপ কী ?
ওয়ার্কশিট কাকে বলে?
এ্যাক্সেলের ফর্মুলার একটি উদাহারন দাও।
MS Word এ Page Setup করার ধাপ লেখ।
(১১)২ বাইনারিকে ডেসিমালে রুপান্তর কর।
মনিটর একটি.............ডিভাইস।
’কী’ বোর্ডের ফাংশন ‘কী’ .............টি।
একই চিঠি একাধিক ঠিকানায় প্রেরণের জন্য MS Word এ................. ব্যাবহার করা হয়।
MS Excel এ প্রতিটি ওয়ার্কশীটে............টি Row এবং .....................টি Column রয়েছে।[MS Excel 2003]
OR একটি ..............ফর্মুলা।
Access এ ডাটা প্রদর্শনকে নিয়ন্ত্রন করার জন্য ......................ব্যাবহৃত হয়।
BIOS শব্দের পূর্নরূপ............।
PHP মুলত ....................প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
SQL এর পুর্নরূপ.........................।
Power Point ফাইলের বর্ধিত নাম দিয়ে..........প্রকাশ করা হয় ।
I want to...........a letter.
My father is ...........than your father.
He is................honest man.
What is your present address ?
Who is your best friend ?
What do you do after training ?
সূর্য পূর্ব দিকে উঠে।
তোমরা কয় ভাইবোন ?
ঢাকা বাংলাদেশের রাজধানী ।
আমার আব্বা একজন গরীব লোক ।
2014-জুলাই-সেপ্টেম্বর-76/16-কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}

More To Explore

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ

জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘন্টা) ০৩ ও ০৬ মাস মেয়াদি শিক্ষাক্রমের জানু-জুন, এপ্রিল-জুন ২০২৫ বোর্ড সমাপনী পরীক্ষার কেন্দ্র বিজ্ঞপ্তি (একই স্মারক ও তারিখের বিকল্প প্রতিলিপি)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ

রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের সময়সীমা বৃদ্ধি (জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (৩৬০ ঘন্টা) শিক্ষাক্রমের এপ্রিল-জুন, ২০২৫ (৩ মাস মেয়াদি) ও জানুয়ারি-জুন, ২০২৫ (৬ মাস মেয়াদি) শিক্ষাবর্ষ)

Join our Mailing list!

Get all latest news, exclusive deals and academy updates.

Join 1,677 other subscribers