Basic Trade Course | Bangladesh Technical Education Board |

১।Lasso tool এর কাজ কী?

উত্তরঃLasso tool ব্যবহার করে কোন ইমেজের নির্দিষ্ট স্থানে মুক্তভাবে সিলেকশন করা যায়।

২।Adobe Illustrator কী?

উত্তরঃ Adobe Illustrator হচ্ছে একটি গ্রাফিক্স সফটওয়্যার।

৩।একটি Animated program এর নাম লেখ।

উত্তরঃAdobe Flash.

৪।Star tool এর কাজ কী?

উত্তরঃ Star tool ব্যবহার করে বিভিন্ন ধরনের তারকা চিহ্ন ব্যবহার করা যায়।

৫।দুটি ভিডিও ফরমেটের নাম লেখ।

উত্তরঃMPEG,TIFF

৬।Zip ফাইলের কাজ কী?

উত্তরঃZip একটি Archive file format এটি লসলেস ডাটা কম্প্রেশন করতে সাপোর্ট করে।

৭।লেজার প্রিন্টারের প্রিন্ট কীসের মাধ্যমে হয়?

উত্তরঃআলোকরশ্নির মাধ্যমে।

৮।একটি অ্যানিমেটেড প্রোগ্রামের নাম লেখ।

উত্তরঃ Adobe Flash.

৯।মাল্টিমিডিয়া বলতে কী বোঝায়?

উত্তরঃমাল্টিমিডিয়া এর আক্ষরিক বাংলা অর্থ “বহু মাধ্যম” । কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মিডিয়া যেমনঃঅডিও,ভিডিও,টেক্সট,গ্রাফিক্স,অ্যানিমেশন,স্থির চিত্র,ড্রয়িং ইত্যাদীকে সংরক্ষন করা যায়।ডিজিটালভাবে প্রসেস করা যায় এবং মিডিয়াসমূহকে আলাদা আলাদাভাবে কিংবা সমন্বিতভাবেও উপস্থাপন করা যায়।

১০।BIOS এর পূর্ণরূপ কী?

উত্তরঃBasic input output system.

১১।প্রিন্ট করার কী বোর্ড কমান্ড………।

উত্তরঃCtrl+P

১২।File open করার কী বোর্ড কমান্ড……..।

উত্তরঃCtrl+O

১৩।RGB এর পূর্ণরূপ……।

উত্তরঃRed Green Blue

১৪।কোন ইমেজের নির্বাচিত অংশকে ড্রাগ করে মুভ করে………..টুল দিয়ে।

উত্তরঃMarque

১৫।ইমেজের একই ধরনের পৃথক পৃথক অংশকে সহজে নির্বাচন করা যায়…………টুল এর মাধ্যমে।

উত্তরঃMagic wand tool

১৬।Cruves এর কী বোর্ড কমান্ড……….।

উত্তরঃCtrl+Alt+Shift+M

১৭।GPRS এর পূর্ণরূপ……….।

উত্তরঃGeneral Packet Radio system

১৮।New Layer এর Shortcut Key……….।

উত্তরঃCtrl+N

১৯।MPEG এর পূর্ণরূপ…….।

উত্তরঃ Mixed Picture Export Graphics .

২০।ওয়েবসাইটের সাথে ……….যুক্ত থাকলে শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝায়।

উত্তরঃ.edu

২১।সর্বপ্রথম ওয়েব তৈরি করেন Tim Burners Lee.

উত্তরঃ”স”

২২।HTML এর যাত্রা শুরু ১৯৮৯ সালে।

উত্তরঃ”মি”

২৩।Print করার জন্য JPG মুডে File save করতে হয়।

উত্তরঃ”স”

২৪।Transform করা হয় ইমেজ ছোট বড় করার জন্য।

উত্তরঃ”মি”

২৫।A4 সাইজের মাপ হলো 8.26” X 11.69” ।

উত্তরঃ”স”

২৬।স্ক্যানার একটি Output ডিভাইস।

উত্তরঃ”মি”

২৭।WAV একটি ভিডিও ফরম্যাট।

উত্তরঃ”মি”

২৮।Stroke ব্যবহার করা হয় Color পরিবর্তন করতে।

উত্তরঃ”স”

২৯।Cyan 100% yellow মিলে Red তৈরি হয়।

উত্তরঃ”স”

৩০।ফটোশপ উইন্ডো প্রোগ্রাম থেকে বের হওয়ার কী-বোর্ড কমান্ড হলো ctrl+e ।

উত্তরঃ”মি”

৩১।Macromedia Flash কোন ধরনের প্রোগ্রাম?

(ক)Database software

(খ)Accounting software

(গ)System software

(ঘ)Animated software

উত্তরঃ(ঘ)Animated software

৩২।টুলবক্স থেকে টুল কয় ভাবে নির্বাচন করা যায়?

(ক)দুইভাবে

(খ)তিন ভাবে

(গ)এক ভাবে

(ঘ)চারভাবে

উত্তরঃ(ক)দুইভাবে

৩৩।Lock এর কী বোর্ড কমান্ড হলো-

(ক)Ctrl+K

(খ)Alt+K

(গ)ctrl+alt+K

(ঘ)ctrl+L

উত্তরঃ(ঘ)ctrl+L

৩৪। Illustrator এ ডিফল্ট Artboard এর মাপ নিচের কোনটি?

(ক)7.5” X 10”

(খ)8.6” X 11”

(গ)8.5” X 11”

(ঘ)10.5” X 10”

উত্তরঃ(গ)8.5” X 11”

৩৫।Adobe Photoshop এ নতুন ফাইল খুলতে নিচের কোন কী-বোর্ড কমান্ড ব্যবহার করা হয়?

(ক)alt+N

(খ)ctrl+K

(গ)ctrl+L

(ঘ)ctrl+M

উত্তরঃ(ক)alt+N

৩৬।Typing tool এর কাজ হচ্ছে-

(ক)Text লেখা যায়

(খ)ছবি বিভিন্ন মাপে কাটা যায়

(গ)বিভিন্ন ছবি একত্রে করা যায়

(ঘ)কালার করা যায়

উত্তরঃ(ক)Text লেখা যায়

৩৭।Invert এর কাজ কী?

(ক)কালার করা

(খ)নেগেটিভ করা

(গ)নির্দিষ্ট মাপে কাটা

(ঘ)নির্দিষ্ট অংশে সিলেকশন

উত্তরঃ(খ)নেগেটিভ করা

৩৮।ই-মেইল ঠিকানায় @ এর আগে কী থাকে?

(ক)ব্যবহারকারীর দেশের নাম

(খ)ব্যবহারকারীর ঠিকানা

(গ)ব্যবহারকারীর নাম

(ঘ)ব্যবহারকারীর ডিভাইসের নাম

উত্তরঃ(গ)ব্যবহারকারীর নাম

৩৯।Quark Xpress কোন ধরনের গ্রাফিক্স?

(ক)Text editing

(খ)Raster

(গ)Vector

(ঘ)Vector Raster

উত্তরঃ(ক)Text editing

৪০।Eraser টুল দিয়ে-

(ক)অনুরূপ নতুন ইমেজ তৈরি করা যায়

(খ)মুছা যায়

(গ)লেয়ার তৈরি করা যায়

(ঘ)মুভ করা যায়

উত্তরঃ(খ)মুছা যায়

৪১।বাংলাদেশ আমার জন্মভূমি।

উত্তরঃBangladesh is my motherland

৪২।তোমরা সুখী হও।

উত্তরঃMay you be happy .

৪৩।তুমি কাকে চাও?

উত্তরঃWhom do you want?

৪৪।আমি কারিগরি বিষয়ে পড়বো।

উত্তরঃI will study in technical subjects.

৪৫। I am too ……………..to walk .(weak,tight,quiet)

উত্তরঃweak

৪৬। I will be………….technician.(an/the/a)

উত্তরঃa

৪৭।Teaching is……………Profession. (noble/good/honest)

উত্তরঃnoble

৪৮।Write down the name of your institute in English.

উত্তরঃThe name of my institute is Noakhali Ideal Polytechnic Institute.

৪৯।What is your favourite hobby?

উত্তরঃMy favourite hobby is gardening.

৫০।How old are you?

উত্তরঃI am 18 Years Old.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PHP Code Snippets Powered By : XYZScripts.com