MS Access Programme এ Export এর কাজ কী ?
উত্তর : এমএস এক্সেস এ ডটা কপি করা।
মাইক্রোসট অ্যাক্সেস (Microsoft Access) কী?
উত্তর :মাইক্রোসফট অ্যাক্রেস (microsoft access )_ একটি ডাটাবেস সফ্ টওয়ার । এই সফ্টওয়ার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন টেবিলে তৈরি করে ডাটা এন্টির জন্য সহজবোধ্য ও আকর্ষণীয় ফর্ম ডিজাইন করা হয় ।
MSডাটাবেস
অথবা data base বলতে কি বুঝায় ।
উত্তর:শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ । অথবা ডাটা বেস বলতে তথ্যের সমাবেশ বা ভান্ডারকে বুঝায় । পরস্পর সম্পর্কযুক্ত তথ্যকে বলা হয় ডাটাবেস ।
MSফরেন ’কী’(Foreign key)বলতে কী বুঝায়
উত্তর :একটি tableএর প্রাইমারি কী যখন অন্য টেবিল এর কোনো key এর সাথে রিলেশন তৈরি করে তখন অন্য table এর সেই key কে foreign key বলে । অর্থ্যাৎ primary key যার সাথে রিলেশন সৃষ্টি করে সেই key হলো foreign key
MS কুয়েরি কী?
অথবা ডাটাবেস প্রোগ্রাম কুয়েরি বলতে কী বুঝায় ?
অথবা access এর কুয়েরি কাকে বলে ।
উত্তর :কোনো টেবিলের সংরক্ষিত লাখ লাখ ডাটা থেকে শর্তসাপেক্ষে প্রয়োজনীয় ডাটা প্রদর্শনের সহচ ও দ্রুত কার্যকর ব্যবস্থাই হলে কুয়েরি ।
Ms .database এ ছবি কোন ধরনের data ?
উত্তর: OLE Data type.
MS. Query কখন প্রয়োজন হয়?
উত্তর:database থেকে প্রয়োজনীয় record খুজে বের করার জন্য ।
MS.ডাটাবেসর রেকর্ড মুছে ফেলা যায় কীভাবে ?
উত্তর:যে রেকর্ডটি মাছুার দরকার সেই রেকর্ডটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে ,তারপর একটি লিস্ট আসবে , সেখান থেকে DELETE অপশন এ Click করতে হবে । এরপর একটি ডায়ালগ বস্ক্র থেকে yes বাটনে প্রেস করলেই রেকর্ডটি Delete হয়ে যাবে ।
MS. দুটি Database software এর নাম লেখ ।
উত্তর: দুটি ডাটাবেস সফটওয়্যারের নাম হলো
১.মাইক্রোসফট অ্যাক্রেস
২.ফক্রপ্রো।
MS.primary key বলতে কী বুঝায় ?
উত্তর: প্রাইমারি কী (primary key ): primary key এমন key ,যা এককভাবে শনাক্ত করা যায় । কোনো table এ কোনো field এ primary key set করে ফিল্ডটিকে স্বতন্ত করা হয় অর্থাৎ এই ফিল্ড এর মান একক হবে ।
MS.কোনো database এর data print করার পর্যায়গুলো সংক্ষেপে কর্ণনা কর।
উত্তর :প্রথমে table তৈরি করতে হবে table এর উপর report তৈরি করতে হবে । অতঃপর file >print >print Dialog Box >Ok .
NS.MS -Access এ কুয়েরি ( Query ) কেন ব্যবহার করা হয় ,উল্লেখ কর ।
উত্তর :বিপুল পরিমাণ তথ্য সম্বলিত ডাটাবেস থেকে প্রয়োজনীয় যে কোনো তথ্য কিংবা রেকর্ডসমূহ খুব সহছে এবং অত্যন্ত দ্রুত খুঁজে বের করার জন্য কুয়েরি ব্যবহার করা হয় ।
MS.কতগুলো Interconnected file মিলে কী তৈরি হয়?
উত্তর: Record .
MS. Database programেএ From তৈরি কর হয কেন ?
উত্তর :সুন্দর ও আকর্ষণীয়ভাবে ডিজাইনের মাধ্যমে এক বা একাধিক টেবিলে ডেটা Collection করার জন্য From তৈরি করা হয় ।
MS. অ্যাক্সেস from এর কাজ উল্লেখ কর ।
উত্তর:ডাটাবেস প্রক্রিয়কৃত ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্তণ করা ফর্ম এর কাজ।
MS.marks- Form এর Data type কী ?
উত্তর:Number .
MS.অক্যাসেস From এর কাজ উল্লেখ কর।
উত্তর: ডাটাবেস প্রক্রিয়কৃত ডাটা প্রদশন ব্যবস্থা নিয়ন্তণ করা ফর্ম এর কাজ ।
MS.File ও রেকর্ডের মাঝে পার্থক্য কী ?
উত্তর :ডাটা টেবিলের ফিল্ডসমূহের অথীনে যে সব তথ্যাবলি সারি বা সারিসমূহে এন্ট্রি করা হয়, উক্ত প্রতিটি সারির তথ্যাবলি সমষ্টি হলো বেকর্ড । অপরদিকে ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের সমষ্টি ।
MS. MS-Access এর চারটি ডাটা টইপ হলো —
(i)টেক্সট (ii)নাম্বর (iii)কারেন্সি( iv)ডেটা/ টাইম ।
MS.ডাটা (Data )বা উপাত্ত কী ?
উত্তর :তথ্যের অন্তার্ভুক্ত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডাটা বা উপাত্ত । ডাটাকে প্রসেস করলে তথ্য পাওয়া যায় ।
MS.ডাটাবেসের বিভিন্ন উপাদানসমূহ কী কী ?
উত্তর :ডাটাবেসের বিভিন্ন উপাদানসমূহ হরো –
ক)ডাটা খ)রেকর্ড গ)ফিল্ড ইত্যাদি ।
MS.ম্যাক্রো কী ?
উত্তর:ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তি শালী উপাদান । কাজের গতিকে বাড়ানোর কাজে ম্যাক্রোর কোনো জুড়ি নেই । পর পর সম্পাদিত অনেকগুলো কাজের তালিকাকে ম্যাক্রো হিসাবে রেকর্ডিং করে রাখা হয়।
MS.SQL এর মূল তিনটি ক্লোজ লেখ ।
উত্তর :SQLএর মূল তিনটি ক্লোজ হলো:
(i) SELECT (ii)FROM (iii)WHERE.
১।নেটওয়ার্ক (Network )কী ?
অথবা ,কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে?
উত্তর :আস্তঃসংযোগবিশষ্ট দুই বা ততোধিক কম্পিউটারকে যখন একটি ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় নিয়ে আসা হয় তখন , তাকে (Network )বলে ।
২। ই -কমার্স কী ?
অধবা ,E-commerce কী ?
উত্তর :ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স বলা হয় ।
৩।ই -মেইল কী ?
অথবা ,ই-মেইল কাকে বলে ?
অথবা E-mail কী ?
অথবা ,E-mail দিয়ে কী করা যায়?
উত্তর :ইলেকট্রনিক মেইল (Electronic mail )এর সংক্ষিপ্ত রুপ হলো ই-মেইল ।এটি ইন্টানেট একটি বিষেশ সেবা , যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থিত ইলেকট্রনিক মেইল অ্যাড্রেসধারী যে কোনো ব্যবহার কারীর বার্তা প্রেরণ করতে পারে । বার্তা গ্রহণ করতে পারে ।]
৪।WWW বলতে কী বুঝায় ?
অথবা ,WWWএর পূর্ণনাম লেখ ।
উত্তর :WWWএর পূর্ণ অর্থ হলো World Wide Web .
৫।হাইপার লিংক বলতে কী বুঝায় ?
উত্তর :একটি ওয়েব পেজের সাথে অপর এক বা একাধিক স্থাপিত সংযোগ (Link )স্থাপন করা যায় । এভাবে স্থাপিত সংযোগকে হাইপার লিংক (Hyper link )বলা হয় ।
৬। দুটি Network operating systems এর নাম লেখ ?
উত্তর :UNIX,LINUX .
৭। দুটি জনপ্রিয় Search Engine এর নাম লেখ ?
উত্তর :(i)Google (ii)Yahoo.
৮।Yahoo messenger এর কাজ কী?
উত্তর:Chatting করা Text ,Audio,video ইত্যাদি message পাঠানো ।
৯। ওয়েব ব্রাউজার কী ?
উত্তর :ব্যবহারকারী তার কম্পিউটার ওযেবসাইট দেখার জন্য যে প্রোগ্রামটি ব্যবহার করে সেটি হচ্ছে ব্রাউজার । ব্রাউজার মূলত সার্ভার হতে তথ্য নিয়ে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে । তাই ওয়েব পেজটি দেখতে কেমন হেবে তা নির্ভর করে ব্রাউজারের উপর । ওয়েব পেজ ডিজাইন করতে (HTML )এর সহযোগিতার প্রয়োজন হয ।
১০।হোমপেজ কী ?
উত্তর:হোমপেজ (Home page )একটি ওয়েব পেইজ এর প্রাথমিক বা প্রধান পেজ হচ্ছে হোম পেইজ । ওেয়েব পেইজের সব ধরনের সংক্ষিপ্ত বিবরণ থাকে এই হোম পেইজে ।
১১| ICT এর পূর্ণরূপ কী ?
উত্তর: ICT এর পূণরূপ হলো Information and Communication Technology .
১২। E-mail এর ক্ষেতরে CC ও BCC এর মাঝে পার্থক্য কী?
উত্তর:CC এর পূর্ণরূপ কার্বন কপি এবং BCC এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি । CC এর মাধ্যমে কোনো মেইল প্রেরণ করলে সেখানে সেন্ডারের ইমেইল অ্যাড্রেস শো (Show)কেরবে ।কিন্তু BCC এর মাধ্যমে কোনো ই-মেইল পেরণ করলে সেখানে প্রেরকের অ্যাড্রেস শো (Show) করবে না
১৩। দুটি Browser software এর নাম লেখ ।
অথবা ,দুটি ব্রাউজারের নাম লেখ।
উত্তর:দুটি Browser Software এর নাম নিম্নরূপ :
ক.গুগল ক্রোম
খ.মোজিলা ফায়ার ফক্স
গ.অপেরা
১৪। ই -মেইল অ্যাড্রেসের ফরমেট লিখ ।
অথবা , একটি ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন লেখ।
অথবা Email অ্যাড্রেসের সাধারণ গঠন লেখ ।
উত্তর :UserId @yahoo.com অথবা
Userid @gmail.com ,যার সাধারণ Format হলো mailid@ domainname .com
১৫। E -mail অ্যাড্রেসের সাধারণ গঠন লেখ ।
অথবা ,একটি Email অ্যাড্রেসের প্রধান দুটি অংশের নাম লেখ।
উত্তর: ই-মেইল অ্যাড্রেসে একটি ইউনিক অ্যাড্রেস। অর্থাৎ এক নামে শুধু একটি মাএ ই-মেইল অ্যাড্রেস থাকে। ই-মেইল অ্যাড্রেস ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখত হয় । ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন হলো:<Userid >@ Domain name >.। প্রতিটি ই-মেইল অ্যাড্রেসের দুটি অংশ থাকে । অংশ দুটি মাঝে সেপারেটর হিসাবে একটি @(cat sign) ব্যবহুত হয়।
১৬ । BTEB এর পূর্ণরূপ লেখ ।
উত্তর:Bangladesh technical Education Board .
১৭। দুটি ই -মেইল সফ্টওয়্যার এর নামে লেখ ।
উত্তর:Yahoo,G-mail.
১৮। Mozila firefox কী
উত্তর:এটি একটি জনপ্রিয় ওয়েভ ব্রাউজার
১৯। VOIP এর পূর্ণরূপ কী ?
উত্তর ; Voice over internet protocol .
২০। IRC কী?
উত্তর: IRC এর পূর্ণরূপ হচ্ছে Internet Relay Chat.এটি একটি ইন্টারনেট চ্যাটিং স্থান , যা ফিনল্যান্ডে প্রথম শুরু হয় ।
২১। Linux কী?
উত্তর: LInux হলো ওপেন সোর্স সফটওয়্যার অপারেটিং সিস্টেম ।