2017-জানুয়ারি-মার্চ-79-ডাটাবেস প্রোগ্রামিং বোর্ড প্রশ্ন সমাধান ও অনলাইন পরীক্ষা

প্রাইমারী ‘কী’ কাকে বলে?
Data dictionary কী?
E-R diagram কী?
Database schema কাকে বলে?
Entity কী?
Database manager- এর কাজ কী?
Data model বলতে কী বুঝায়?
Authorization কাকে বলে?
Database থেকে Table মুছে ফেলার SQL command লেখ।
Normalization বলতে কী বুঝায়?
File organization কাকে বলে?
Data Abstraction কাকে বলে?
SQL- এর Clause গুলোর নাম লেখ।
SQL- এর Basic structure -----Clause নিয়ে গঠিত।
একই জাতীয় এনটিটিকে ------------বলে ।
কুয়েরি-----প্রকার।
কোনো একটি এনটিটিতে ব্যাবহৃত Attributes এর যে মান থাকে, তাকে-----বলা হয়।
স্বয়ংক্রিয়ভাবে যে প্রতিবেদন তৈরী হয়, তাকে------বলে।
DBMS হচ্ছে-----
যে কোন Fact or Item কে ------বলা হয়।
Union operation কে ‍set-theory এর -------চিন্হ দিয়ে ডিনোট করা হয়।
যে এনটিটি সেটের প্রাইমারী ‘কী’ থাকে, তাকে -----------এনটিটি সেট বলে।
প্রয়োজনের নিরিখে Database হতে কিছু Record কে নির্বাচন করে প্রদর্শন করার প্রক্রিয়াকে-----বলা হয়।
একটি Database এ একই সময়ে বিভিন্ন ব্যাবহারকারী প্রবেশ করলে তাকে------বলে।
Database- এ Integrity দিয়ে Data গুলোর -------বুঝায়।
কোনো Table থেকে নির্দিষ্ট কিছু Record মুছে ফেলার কাজে--------কুয়েরি ব্যাবহৃত হয়।
Constraint সাধারণত ৫ প্রকার।
তারিখ ও সময়ের জন্য Date and time Data ব্যাবহার করা হয়।
Database system-এ Logical Schema ব্যাবহৃত হয় না।
Insert statement হচ্ছে DDL।
Data- কে Modify করা Query Language- এর কাজ নয়।
Update একটি DML statement।
Microsoft Foxpro একটি DBMS Program।
Data Abstraction এর ৩টি স্তর থাকে।
DBMS এ Data নিরাপত্তা খুবই কম।
ব্যাবসা সংক্রান্ত কাজে DBMS ব্যাবহৃত হয় না।
Report তৈরী করা Relational data ব্যাবহারের একটি বড় সুবিধা।
(Asterisk) চিন্হটি দিয়ে Table এর সকল কলাম ও ’রো’ কে নির্বাচর করা যায়।
DML- কে কয়ভাগে ভাগ করা যায়?
SQL- বলতে কী বুঝায়?
সিস্টেম প্রোগ্রামের কাজ হলো-
MS-Access একটি-
সর্টিং কয় প্রকার?
এক বা একাধিক নির্বাচিত টেবিল তেকে নির্দিষ্ট ধরনের উপাত্তগুলোকে সম্পূর্ন ভিন্ন একটি টেবিলে সংযোগ করাকে বলা হয়-
Database এ একই বা একইজাতীয় Data বিভিন্ন স্থানে অবস্থান করলে তাকে বলা হয়-
পরস্পর সম্পর্কযুক্ত কতকগুলো Record এর সমষ্টিকে বলা হয়-
চাহিদামতো তথ্যকে সুবিন্যস্থ করে উপস্হাপনা করাকে বলা হয়-
কোনটি Query Language নয়?
পিতা ও সন্তানের মাঝে কোন ধরনের Relationship?
Database Management System কে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রন করে কে?
What is your father or mother ?
Where were you born?
What is the capital of Bangladesh?
Where do you Live?
How old are you?
I want to-------a job.
Put the book------the table.
We can print a document by using-
সূর্য পূর্ব দিকে উঠে।
আমরা বাংলাদেশে বাস করি।
2017-জানুয়ারি-মার্চ-79-ডাটাবেস প্রোগ্রামিং
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}