স্প্রেডশিট প্রোগ্রাম কী ?
উত্তরঃ স্প্রেডশিট শব্দটির আভিধানিক অর্থ ছড়ানো পাতা।
কয়েকটি স্প্রেডশিট প্রোগামের নাম লিখ ?
উত্তরঃ উল্লেখযোগ্য কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছেঃ মাইক্রোসফট এক্সেল,লোটাস-১-২-৩,কোয়াট্রো প্রো, সরকিম,মাল্টিপ্ল্যান ইত্যাদি।
টেবিল মার্জ করা বলতে কি বুঝায় ?
উত্তরঃ দুটো টেবিলকে একত্রিত করাকে টেবিল মার্জ করা বলে।
ওয়ার্কশিট কাকে বলে ?
উত্তরঃ এক্সেলের ওযার্কশিট হলো কলাম ও রো এর সমন্বয়ে গঠিত শীট। ওয়ার্কশিটে মূলত বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলি সম্পাদন করা হয়।
ওয়ার্কবুক কাকে বলে ?
উত্তরঃ মাইক্রোসফটে এক্সেল ডকুমেন্টকে বলা হয় ওয়ার্কবুক।
হরিজন্টাল স্কুলবার কী ?
উত্তরঃ বড় ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় পর্দায় সকল লেখা একই সাথে দেখা যায় না । প্রয়োজন অনুযায়ী ডকুমেন্ট যে কোন জায়গায় গিয়ে তা পর্দায় করার জন্য পর্দায় নিচের দিকে ডানে-বামে যে স্কুলবার দেখা যায় তাকে হরিজনজন্টাল স্কুলবার বলে।
ফাংশন কী ?
উত্তরঃ কোন বিশেষ হিসাবনিকাশ সম্পাদনের জন্য,মান নির্ণয়ের জন্য স্প্রেডশিটগুলোতে পূর্বে থেকে নির্ধারিত ফর্মুলাকে ফাংশন বলে ।
সেল অ্যাড্রেস কী ?
উত্তরঃ ওয়ার্কশিট এর প্রতিটি ঘরকে সেল বলা হয়। সেলসমূহের অ্যাড্রেস নিধাৃরন করা হয় রো এবং কলাম দ্বারা। অর্থাৎ রো এবং কলাম দ্বারা কোন সেলকে নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলে।