Basic Trade Course | Bangladesh Technical Education Board |

স্প্রেডশিট প্রোগ্রাম কী ?
উত্তরঃ স্প্রেডশিট শব্দটির আভিধানিক অর্থ ছড়ানো পাতা।

কয়েকটি স্প্রেডশিট প্রোগামের নাম লিখ ?
উত্তরঃ উল্লেখযোগ্য কয়েকটি স্প্রেডশিট  প্রোগ্রাম হচ্ছেঃ মাইক্রোসফট এক্সেল,লোটাস-১-২-৩,কোয়াট্রো প্রো, সরকিম,মাল্টিপ্ল্যান ইত্যাদি।

টেবিল মার্জ করা বলতে কি বুঝায় ?
উত্তরঃ দুটো টেবিলকে একত্রিত করাকে টেবিল মার্জ করা বলে।

ওয়ার্কশিট কাকে বলে ?
উত্তরঃ এক্সেলের ওযার্কশিট হলো কলাম ও রো এর সমন্বয়ে গঠিত শীট। ওয়ার্কশিটে মূলত বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলি সম্পাদন করা হয়।

ওয়ার্কবুক কাকে বলে ?
উত্তরঃ মাইক্রোসফটে এক্সেল ডকুমেন্টকে বলা হয় ওয়ার্কবুক।

হরিজন্টাল স্কুলবার কী ?
উত্তরঃ বড় ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় পর্দায় সকল লেখা একই সাথে দেখা যায় না । প্রয়োজন অনুযায়ী ডকুমেন্ট যে কোন জায়গায় গিয়ে তা পর্দায় করার জন্য পর্দায় নিচের দিকে ডানে-বামে যে স্কুলবার দেখা যায় তাকে হরিজনজন্টাল স্কুলবার বলে।

ফাংশন কী ?
উত্তরঃ কোন বিশেষ হিসাবনিকাশ সম্পাদনের জন্য,মান নির্ণয়ের জন্য স্প্রেডশিটগুলোতে পূর্বে থেকে নির্ধারিত ফর্মুলাকে ফাংশন বলে  ।

সেল অ্যাড্রেস কী ?
উত্তরঃ ওয়ার্কশিট এর প্রতিটি ঘরকে সেল বলা হয়। সেলসমূহের অ্যাড্রেস নিধাৃরন করা হয় রো এবং কলাম দ্বারা। অর্থাৎ রো এবং কলাম দ্বারা কোন সেলকে নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলে।

PHP Code Snippets Powered By : XYZScripts.com