মাইক্রোসফট ওয়ার্ড মডেল প্রশ্ন ও সমাধান-১

অ্যাবাকাস কি ধরনের যন্ত্র  ?
ক) নুরি ও পাথরের তৈরি গণনাকারী যন্ত্র
খ) কাঠের তৈরি গণনাকারী যন্ত্র
গ) পাথরের তৈরি গণনাকারী যন্ত্র
ঘ) লোহার তৈরি গণনাকারী যন্ত্র
উত্তর : খ)

Computer শব্দের অর্থ কী  ?
ক) হিসাব করা
খ) বর্ণনা করা
গ) গণনা কার
ঘ) কোনটিই নয়
উত্তর : গ) গণনা করা ।

সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়ার পূর্বভাস, তেল গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় ?

ক) সুপার কম্পিউটার
খ) মেইনফ্রেম কম্পিউটার
গ) মিনি কম্পিউটার
ঘ) মাইক্রো কম্পিউটার
উত্তর :  ক) সুপার কম্পিউটার

কম্পিউটারের জনক কে ?
ক) চার্লস ওয়ার্ড
খ) হার্ডওয়ার্ড
গ) হার্ডওয়ার্ড একিন
ঘ) চার্লস ব্যাবেজ
উত্তর : ঘ) সুপার কম্পিউটার

নেপিয়ার কোন দেশের বিজ্ঞানী ?

ক) নেদারল্যান্ড
খ) স্কটল্যান্ড
গ) জার্মানি
ঘ) ইংল্যান্ড

উত্তর : খ) স্কটল্যান্ড

অ্যাবাকাস কী ধরনের যন্ত্র ?
ক) নুড়ি ও পাথরের তৈরি গণনাকারী যন্ত্র
খ) কাঠের তৈরি গণনাকারী যন্ত্র
গ) পাথরের তৈরি গণনাকারী যন্ত্র
ঘ) লোহার তৈরি গণনাকারী যন্ত্র

উত্তর : খ) কাঠের তৈরি গণনাকারী যন্ত্র 

কত সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় ?
ক) 1992 সালে
খ) 1993 সালে
গ) 1964 সালে
ঘ) 1971 সালে

উত্তর : গ) 1964 সালে ।

৩য় প্রজন্মমের কম্পিউটারের বৈশিষ্ট ?
ক) ভ্যাকুয়াম টিউব
খ) ট্রানজিস্টর
গ) IC
ঘ) রিলে

উত্তর : গ) IC  .

CPU হলো ?
ক) Central Processing Unit .
খ) Control Processing Unit .
গ) Capacity Processing Unit .
ঘ) Computer Processing Unit .

উত্তর : ক) Central Processing Unit .

সি.পি. ইউ এর প্রধান অংশ নয় কোনটি ?
ক) মেমরি
খ) নিয়ন্ত্রন ইউনিট
গ) অপারেটিং সিস্টেম
ঘ) গাণিতিক যুক্তি ইউনিট

উত্তর : গ) অপারেটিং সিস্টেম

নিচের কোনটি RAM এর বৈশিষ্ট  ?
ক) Read Only Memory
খ) শুধুমাত্র ডাটা পড়া য়ায়
গ) বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে য়ায়
ঘ) নির্মানের সময় এতে ডাটা মুছে দেয়া হয়

উত্তর : গ) বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে য়ায়

কোনটি  স্টোরেজ ডিভাইজ ?
ক) কী-বোর্ড
খ) স্ক্যানার
গ) প্রিন্টার
ঘ) হার্ডডিস্ক

উত্তর : ঘ) হার্ডডিস্ক

পেনড্রাইভ হলো একটি —— ডিভাইস ?
ক) ইনপুট
খ) আউটপুট
গ) ইনপুট – আউটপুট
ঘ) কোনটিই নয়

উত্তর : গ) ইনপুট – আউটপুট 

নিচের কোনটি ফার্মওয়্যার ?

ক) ROM
খ) BIOS
গ) Processor
ঘ) CMOS

উত্তর : ক) ROM

মেমরি প্রধানত কত প্রকার ?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার

উত্তর : ক) ২ প্রকার

র‌্যাম (RAM) একটি —– মেমরি  ?
ক) অস্থায়ী মেমরি
খ) স্থায়ী মেমরি
গ) প্রাইমারি মেমরি
ঘ) সেকেন্ডারী মেমরি

উত্তর : ক) অস্থায়ী মেমরি

ALU এর পূর্ণঅর্থ কি ?
ক) Adding Logic Unit
খ) Application Software
গ) Algorithm Logic
ঘ) Arrhitic Logic Unit

উত্তর : ঘ) Arrhitic Logic Unit

ইনপুট ডিভাইস নয় কোনটি ?
ক) স্পিকার
খ) কী-বোর্ড
গ) মাইক্রোফোন
ঘ) স্ক্যানার

উত্তর : ক) স্পিকার

প্রিন্টার একটি ——- ?
ক) ইনপুট ডিভাইস
খ) আউটপুট ডিভাইস
গ) আই/ও ডিভাইস
ঘ) ফার্মওয়ার

উত্তর : খ) আউটপুট ডিভাইস 

নিচোর কোনটি সহায়ক মেমরি ?
ক) Floopy Disk
খ) Hard Disk
গ) CD- ROM
ঘ) Cache

উত্তর : ঘ) Cache

কোনটি Optical Device ?
ক) CD
খ) Pen Drive
গ) FDD
ঘ) HDD

উত্তর : ক) CD

HDD হলো ?
ক) Hard drive Disk
খ) Hard Disk Drive
গ) Heander disk Drive
ঘ) Heander

উত্তর : খ) Hard Disk Drive

মাউস, কী-বোর্ড ইত্যাদি সেটিং করা য়ায় কোন জায়গা থেকে ?
ক) নেটওয়ার্ক
খ) টুলবার
গ) কন্টোল-প্যানেল
ঘ) হেলপ

উত্তর : গ) কন্টোল-প্যানেল

ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা কত ?
ক) 1.44 MB
খ) 1 MB
গ) 1.44 GB
ঘ) 1.44 KB

উত্তর : ক) 1.44 MB

বর্তমানে CPU এ- Microprocessor হিসেবে কোন Drive টি বিদ্যমান ?
ক) Pentum XX
খ) 8088
গ) 4040
ঘ) 8321

উত্তর : খ) 8088

নিচের কোনটি সহায়ক মেমরি ?
ক) RAM
খ) ROM
গ) HDD
ঘ) কোনটিই নয়

উত্তর : গ) HDD

OMR শব্দের পূর্ণরুপ কি ?
ক) Optical Marge Read
খ) Optical Mark Reader
গ) Optical Mark Read
ঘ) Optical Mark Reader

উত্তর : খ) Optical Mark Reader

MICR একটি ——–?
ক) ইনপুট
খ) আউটপুট
গ) ইনপুট ও আউটপুট
ঘ) মেমরি ডিভাইস

উত্তর : ক) ইনপুট

মাউস একপ্রকার ———-?
ক) ইনপুট
খ) আউটপুট
গ) ইনপুট ও আউটপুট
ঘ) Pointer

উত্তর : ক) ইনপুট

এমএস ওয়ার্ড হলো — ?
ক) ডাটা প্রসেসর
খ) মেইল মার্জিং প্যাকেজ
গ) ওয়ার্ড প্রসেসর
ঘ) স্পেডশিট

উত্তর : গ) ওয়ার্ড প্রসেসর

প্রিন্ট করার শর্টকাট কমান্ড কোনটি ?
ক) Ctrl + P
খ) Ctrl + N
গ) Ctrl + W
ঘ) Ctrl + E

উত্তর : ক) Ctrl + P

এমএস ওয়ার্ড-এ টেষ্ট অ্যালইনমেন্ট কত প্রকার ?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫প্রকার

উত্তর : গ) ৪ প্রকার

এমএস ওয়ার্ড-এ File- এর Extension Name হলো ?
ক) .exl
খ) .dbs
গ) .doc
ঘ) .ms

উত্তর : গ) .doc 

নতুন ডকুমেন্ট তৈরির কমান্ট কোনটি ?
ক) Ctrl + M
খ) Ctrl + P
গ) Ctrl + N
ঘ) Ctrl + Alt + N

উত্তর : গ) Ctrl + N

ফাইল সেভ করার কমান্ড কোনটি ?
ক) Ctrl + N
খ) Ctrl + W
গ) Ctrl + S
ঘ) Ctrl + Alt + P

উত্তর : গ) Ctrl + S

ডকুমেন্টর ব্লক করা অংশ কেটে অন্যত্র পেস্ট করার জন্য কী-বোর্ড কমান্ড কী ?
ক) Ctrl + V, Ctrl + X
খ) Ctrl + V
গ) Ctrl + X, Ctrl + V
ঘ) Ctrl + Z

উত্তর : গ) Ctrl + X, Ctrl + V

Undo করার কী-বোর্ড কমান্ড কী ?
ক) Ctrl + Z, Ctrl + Y
খ) Ctrl + Y
গ) Ctrl + X, Ctrl + V
ঘ) Ctrl + Z

উত্তর : ঘ) Ctrl + Z

Copy করার কী-বোর্ড কমান্ড কী ?
ক) Ctrl + X
খ) Ctrl + C
গ) Ctrl + V
ঘ) Ctrl + Z

উত্তর : খ) Ctrl + C

বিজয় চালু করতে চাপতে হয় ——?
ক) Ctrl + Shift + B
খ) Ctrl + Alt + B
গ) Ctrl + Alt + A
ঘ) Ctrl + B

উত্তর : খ) Ctrl + Alt + B

Page break -এর কী-বোর্ড কমান্ড কী ? 
ক) Ctrl + Delete
খ) Ctrl + End
গ) Ctrl + Enter
ঘ) Ctrl + Home

উত্তর : গ) Ctrl + Enter

MS Word- এ Copy Paste করতে শর্টকার্ড কী – ?
ক) Ctrl + C
খ) Ctrl + V
গ) উভয়টি
ঘ) কোনটিই নয়

উত্তর : গ) উভয়টি 

Line Spacing 1.5 এর কী-বোর্ড কমান্ড কী ?
ক) Shift + Ctrl + 2
খ) Ctrl + 1.5
গ) Ctrl + 1
ঘ) Alt + 1

উত্তর : খ) Ctrl + 1.5